বিজেপি কার্যালয়ের অদূরেই উদ্ধার ৫৪ টি কৌটো বোমা, তীব্র চাঞ্চল্য হেস্টিংসে

ঋদ্ধীশ দত্ত |

Jun 05, 2021 | 11:23 PM

বস্তায় বন্দি অবস্থায় উদ্ধার করা হয় ৫৪ টি কৌটো বোমা। খবর পেয়ে ইতিমধ্যেই ঘটনাস্থলে হাজির হয়েছে পুলিশ বাহিনী। পৌঁছে গিয়েছে বম্ব স্কোয়াডও।

বিজেপি কার্যালয়ের অদূরেই উদ্ধার ৫৪ টি কৌটো বোমা, তীব্র চাঞ্চল্য হেস্টিংসে
নিজস্ব চিত্র

Follow Us

কলকাতা: বিজেপি কার্যালয়ের অদূরেই বোমা উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল কলকাতার হেস্টিংস এলাকায়। শনিবার রাতে বিজেপির হেস্টিংসের কার্যালয়ের থেকে ঢিল ছোড়া দূরত্বে একটি বস্তায় বন্দি অবস্থায় উদ্ধার করা হয় ৫৪ টি কৌটো বোমা। খবর পেয়ে ইতিমধ্যেই ঘটনাস্থলে হাজির হয়েছে পুলিশ বাহিনী। পৌঁছে গিয়েছে বম্ব স্কোয়াডও। এমন হাই প্রোফাইল জায়গায় কীভাবে বোমাগুলি এল? প্রশ্ন উঠতে শুরু করেছে প্রশাসনিক থেকে রাজনৈতিক মহলেও। যদিও যে সময় এই বোমা উদ্ধার হয় তখন কোনও বিজেপি নেতা কার্যালয়ে উপস্থিত ছিলেন না বলেই খবর।

একুশের বিধানসভা নির্বাচনের মাস কয়েক আগে এই কার্যালয়কেই নির্বাচনী কার্যালয় হিসেবে ব্যবহার করছিল বিজেপি। দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সবারই আনাগোনা ছিল এই কার্যালয়ে। বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা প্রায় প্রত্যেকদিনই থাকেন এই কার্যালয়ে। তার থেকে ঢিল ছোড়া দূরত্বেই বোমা উদ্ধারের ঘটনা বড় প্রশ্ন তুলে দিচ্ছে এলাকার নিরাপত্তা নিয়েও। এ দিন সন্ধ্যায় সাড়ে ৭ টা থেকে ৮ টার মধ্যে একটি ফুলের বস্তায় এই বোমাগুলি দেখতে পাওয়া যায়। বম্ব স্কোয়াডে খবর দেওয়া হলে তারা এসে বোমাগুলি উদ্ধার এবং নিষ্ক্রিয় করে।

আরও পড়ুন: তৃণমূলে ‘এক ব্যক্তি এক পদ’, মন্ত্রীদের ছাড়তে হবে লালবাতি গাড়ি, কড়া নির্দেশ মমতার

তবে কে বা কারা আজকের এই ঘটনার নেপথ্যে রয়েছে তা এখনও জানতে পারেনি পুলিশ। কী উদ্দেশ্যে এমন কাজ করা হল তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। একটু এদিক-ওদিক হয়ে গেলেই যে বড় বিপদ হতে পারত তা স্বীকার করছেন খোদ প্রশাসনিক কর্তারাও। এলাকার  সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখলে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা জানা যেতে পারে বলে মনে করছেন পুলিশ আধিকারিকরা।

আরও পড়ুন: গরু বা কয়লাপাচারে যেন নাম না দেখি, মমতার শাসানি নেতাদের, নেপথ্যে কোন সমীকরণ?

Next Article