Nabanna: রাজ্য সরকারি কর্মীদের ৫৬ টা ছুটি! ২০২৬ সালের ছুটির তালিকা প্রকাশ করল নবান্ন

Nabanna: নবান্ন সূত্রে খবর, প্রতি বছরের মতোই সরকারি দফতর, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিভিন্ন সংগঠন আগাম পরিকল্পনার সুবিধা পাওয়ার জন্যই বছর শুরুর আগেই ছুটির তালিকা ঘোষণা করা হয়। এবারের ছুটির তালিকা সামনে আসতেই স্বাভাবিকভাবেই সরকারি কর্মীদের মনে খুশির জোয়ার!

Nabanna: রাজ্য সরকারি কর্মীদের ৫৬ টা ছুটি! ২০২৬ সালের ছুটির তালিকা প্রকাশ করল নবান্ন
ছুটির তালিকা প্রকাশ করল নবান্নImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 27, 2025 | 10:58 PM

কলকাতা: নতুন বছর দোরগোড়ায়। ডিসেম্বর মাস পড়তেই সারা বিশ্বে উৎসবের আমেজ শুরু হয়ে যাবে। নতুন বছর পড়ার অপেক্ষায়। তার আগেই নতুন বছরের ছুটির তালিকা প্রকাশ করে দিল রাজ্য সরকার। রাজ্য সরকারি কর্মচারীরা তো বটেই, সকলেই ক্যালেন্ডারের দিকে তাকিয়ে থাকি আমরা, ঠিক ক’টা তারিখে লাল কালি রয়েছে। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১–এর ধারা ২৫-এর ব্যাখ্যা অনুযায়ী তালিকা প্রকাশ করে নবান্ন। একনজরে দেখে নিন সামনে বছর ছুটির দিনগুলো…

২০২৬ সালে রাজ্য সরকারের কর্মীরা পাবেন মোট -৫৬টি ছুটি, যার মধ্যে ৬টি রবিবার।

দুর্গাপুজোয় চতু্র্থী থেকে ত্রয়োদশী পর্যন্ত ছুটি। যার মধ্যে সপ্তমী পড়েছে রবিবার।

লক্ষ্মীপুজোয়- ২দিন ছুটি। লক্ষ্মীপুজো রবিবার। তারপরদিন অর্থাৎ সোমবারও ছুটি।

ভাইফোঁটায় ছুটি ২দিন

ছট পুজোয় এবার ১দিন অতিরিক্ত ছুটি দেওয়া হয়েছে। ছটপুজো পড়েছে রবিবার।

কালীপুজোয়-৩দিন ছুটি। কালীপুজোও সামনের বছর রবিবার পড়েছে। তার পরের ২ দিন অর্থাৎ সোম ও মঙ্গলবারও থাকছে ছুটি।

সবথেকে বড় ব্যাপার পুজোয় চতুর্থী থেকে লক্ষ্মীপুজো, টানা ১২দিন ছুটি রাজ্য সরকারের কর্মীদের।

সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লিস্ট ১–এ উল্লিখিত দিনগুলি ২০২৬ সালে রাজ্যের সরকারি ছুটি হিসেবে গণ্য হবে। রাজ্যের সমস্ত দফতরগুলিই এই দিনগুলিতে বন্ধ থাকে।

নবান্ন সূত্রে খবর, প্রতি বছরের মতোই সরকারি দফতর, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিভিন্ন সংগঠন আগাম পরিকল্পনার সুবিধা পাওয়ার জন্যই বছর শুরুর আগেই ছুটির তালিকা ঘোষণা করা হয়। এবারের ছুটির তালিকা সামনে আসতেই স্বাভাবিকভাবেই সরকারি কর্মীদের মনে খুশির জোয়ার! ছুটির দিনক্ষণ জানা থাকলে, ছুটির প্ল্যানিংও ফিক্সড হয়ে যাবে আগেই!