IPS Rajeev Kumar: হাতে ২ দিন, প্যানেল প্রস্তুত করে পাঠাতে হবে রাজ্যকে, ৩১ জানুয়ারিই কর্মজীবনের শেষ দিন

IPS Rajeev Kumar: আগামী পরশুর মধ্যে পশ্চিমবঙ্গের ডিজি নিয়োগ নিয়ে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)-কে প্রস্তাব পাঠাতে হবে রাজ্যকে। বুধবার আইপিএস রাজেশ কুমারের মামলার প্রেক্ষিতেই ক্যাটের এই প্রস্তাব। এর আগে স্থায়ী ডিজি ছিলেন মনোজ মালব্য  ২০২৩ সালে ডিসেম্বর মাসে অবসর নেন।

IPS Rajeev Kumar: হাতে ২ দিন, প্যানেল প্রস্তুত করে পাঠাতে হবে রাজ্যকে, ৩১ জানুয়ারিই কর্মজীবনের শেষ দিন
ডিজি রাজীব কুমারImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 21, 2026 | 5:03 PM

কলকাতা: আগামী ৩১ জানুয়ারি ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমারের কর্মদিবসের শেষ দিন। তার আগেই সেন্ট্রাল অ‍্যাডমিনিস্ট্রেশন ট্রাইবুনাল নির্দেশিকা দিল রাজ্য সরকারকে। পশ্চিমবঙ্গ সরকারকে ২৩ জানুয়ারি ২০২৬-এর মধ্যে ই-মেল ও বিশেষ বাহকের মাধ্যমে ইউপিএসসিতে ডিজিপি (HoPF) পদে এমপ্যানেলমেন্টের প্রস্তাব পুনরায় জমা দিতে হবে। ইউপিএসসিকে ২৮ জানুয়ারি ২০২৬-এর মধ্যে এমপ্যানেলমেন্ট কমিটির বৈঠক ডেকে প্রযোজ্য নির্দেশিকা অনুযায়ী প্যানেল প্রস্তুত করে ২৯ জানুয়ারি ২০২৬-এর মধ্যে রাজ্যকে পাঠাতে হবে।.প্যানেল পাওয়ার পর রাজ্য সরকারকে দ্রুততম সময়ে নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত নিতে হবে।

অর্থাৎ আগামী পরশুর মধ্যে পশ্চিমবঙ্গের ডিজি নিয়োগ নিয়ে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)-কে প্রস্তাব পাঠাতে হবে রাজ্যকে। বুধবার আইপিএস রাজেশ কুমারের মামলার প্রেক্ষিতেই ক্যাটের এই প্রস্তাব। এর আগে স্থায়ী ডিজি ছিলেন মনোজ মালব্য  ২০২৩ সালে ডিসেম্বর মাসে অবসর নেন। কিন্তু তারপর রাজ‍্য সরকার কোনো প‍্যানেল না পাঠিয়ে রাজীব কুমারকে ভারপ্রাপ্ত ডিজি করে।

 

ফলে ইউপিএসসি, ২০২৩ র ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত ‘ডেট অব ভেকেন্সি’ মনে করছে। কারণ বর্তমান প্রেক্ষাপটে রাজ‍্য সরকার ২০২৫ এ প‍্যানেল পাঠায় দুবার। কিন্তু দু বারের প‍্যানেল গ্রহণ না করে সুপ্রিম কোর্টের পরামর্শ নিতে বলে ইউপিএসসি। নিজেরা সিদ্ধান্ত নিতে না পারায় ইউপিএসসি কেন্দ্রের অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানির দ্বারস্থ হয়েছিল।  অ্যাটর্নি জেনারেলের পরামর্শ, রাজ্য সরকারকে আগে সুপ্রিম কোর্ট থেকে অনুমতি আনতে হবে। শীর্ষ আদালত যদি অনুমতি দেয়, তবেই ইউপিএসসির উচিত পদক্ষেপ করা। তার আগেই ক‍্যাটের আজকের নির্দেশ।