Local Train Cancelled: রবিবার বাতিল থাকছে একগুচ্ছ লোকাল ট্রেন, বাড়ি থেকে বেরনোর আগে দেখে নিন তালিকা

Sayanta Bhattacharya | Edited By: জয়দীপ দাস

Sep 17, 2023 | 9:00 AM

Local Train Cancelled: ঘুরপথে চলছে বেশ কিছু ট্রেন। গতিপথ নিয়ন্ত্রণ হচ্ছে কিছু দূরপাল্লার ট্রেনের। 12348 ট্রেনটি রামপুরহাট থেকে বিকাল ৪টে ৪০ মিনিটের পরিবর্তে বিকাল ৫টা ১০ মিনিটে ছাড়বে। 13015 হাওড়া - জামালপুর কবিগুরু এক্সপ্রেসের গতিপথ পরিবর্তনের জন্য ১ ঘণ্টা দেরিতে চলতে পারে। 12347 হাওড়া-রামপুরহাট শহিদ এক্সপ্রেসটিও ৪৫ মিনিট দেরিতে চলতে পারে।

Local Train Cancelled: রবিবার বাতিল থাকছে একগুচ্ছ লোকাল ট্রেন, বাড়ি থেকে বেরনোর আগে দেখে নিন তালিকা
একনজরে দেখে নিন বাতিলের তালিকা
Image Credit source: TV-9 Bangla

Follow Us

কলকাতা: ভোগান্তি যেন কিছুতেই কমছে না। ফের বাতিল ট্রেন। সিগন্যাল এবং লাইন রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ একগুচ্ছ ট্রেন বাতিল। হাওড়া-বর্ধমান কর্ড শাখা, হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি শাখা, বর্ধমান-হাওড়া মেন শাখা এবং খানা-গুমনি শাখায় আজ রবিবার বাতিল অনেক ট্রেন। ইতিমধ্যেই সে কথা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে রেল। নিরাপদ ট্রেন চলাচল এবং যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে এই রক্ষণাবেক্ষণ অত্যন্ত জরুরি বলে মনে করছেন রেল কর্তৃপক্ষ। 

রক্ষণাবেক্ষণের কাজের জন্য বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন থাকবে। তাই ট্রেন চলাচল বন্ধ। ছুটির দিন হলেও বহু ট্রেন বাতিলের জেরে ভোগান্তি নিত্যযাত্রীদের। 

বাতিলের তালিকায় থাকছে যে ট্রেনগুলি

হাওড়া থেকে: 36825, 36827, 37315, 37915

বর্ধমান থেকে: 36842,36844

ব্যান্ডেল থেকে: 37536, 37538

নৈহাটি থেকে: 37535, 37537

তারকেশ্বর থেকে: 37326

কাটোয়া থেকে: 37924

ডানকুনি থেকে: 32232, 32234

শিয়ালদহ থেকে: 32231, 32233

একইসঙ্গে ঘুরপথে চলছে বেশ কিছু ট্রেন। গতিপথ নিয়ন্ত্রণ হচ্ছে কিছু দূরপাল্লার ট্রেনের। 12348 ট্রেনটি রামপুরহাট থেকে বিকাল ৪টে ৪০ মিনিটের পরিবর্তে বিকাল ৫টা ১০ মিনিটে ছাড়বে। 13015 হাওড়া – জামালপুর কবিগুরু এক্সপ্রেসের গতিপথ পরিবর্তনের জন্য ১ ঘণ্টা দেরিতে চলতে পারে। 12347 হাওড়া-রামপুরহাট শহিদ এক্সপ্রেসটিও ৪৫ মিনিট দেরিতে চলতে পারে। 13031 হাওড়া-জয়নগর এক্সপ্রেস পথে ৩০ মিনিটের জন্য নিয়ন্ত্রণ করা হবে। 03096 আজিমগঞ্জ-কাটোয়া মেমু স্পেশাল পথে ৩০ মিনিটের জন্য নিয়ন্ত্রণ করা হবে। যাত্রীদের অসুবিধার জন্য ইতিমধ্যেই দুঃখপ্রকাশ করা হয়েছে রেলের তরফে। 

Next Article