Howrah station: ফের একগুচ্ছ লোকাল বাতিল হাওড়ায়, তালিকায় কোন কোন ট্রেন? দেখে নিন একনজরে

Howrah station: সপ্তাহান্তে সব থেকে বেশি ট্রেন বাতিল দেখা গিয়েছে হাওড়া শাখায়। কখনও রেল ট্র্যাকের রক্ষণাবেক্ষণ, কখনও আবার ওভারব্রিজের কাজ, কখনও সিগন্যালিংয়ের কাজের কারণে লাগাতার শনি-রবিবার গুচ্ছ গুচ্ছ ট্রেন বাতিল হয়েছে হাওড়ায়।

Howrah station: ফের একগুচ্ছ লোকাল বাতিল হাওড়ায়, তালিকায় কোন কোন ট্রেন? দেখে নিন একনজরে
লোকাল ট্রেন (ফাইল ছবি)Image Credit source: twitter

| Edited By: জয়দীপ দাস

Mar 08, 2024 | 8:11 PM

কলকাতা: গত রবিবারের পর এই রবিবারও ফের একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল হাওড়া স্টেশনে। লিলুয়া স্টেশনে ফুট ওভার ব্রিজের গার্ডার চালু হতে চলেছে। সে কারণেই এই সিদ্ধান্ত বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে। ইতিমধ্যেই বিবৃতি দিয়ে ট্রেন বাতিলের কথা জানিয়েছে রেল। প্রসঙ্গত, বিগত কয়েক মাস ধরেই দফায় দফায় ট্রেন বাতিলের ছবি দেখা গিয়েছে হাওড়া ও শিয়ালদহে। সপ্তাহান্তে সব থেকে বেশি ট্রেন বাতিল দেখা গিয়েছে হাওড়া শাখায়। কখনও রেল ট্র্যাকের রক্ষণাবেক্ষণ, কখনও আবার ওভারব্রিজের কাজ, কখনও সিগন্যালিংয়ের কাজের কারণে লাগাতার শনি-রবিবার গুচ্ছ গুচ্ছ ট্রেন বাতিল হয়েছে হাওড়ায়। চরমে উঠেছে যাত্রী দুর্ভোগ। ফের সেই ছবি ফিরতে চলছে আগামী রবিবার। তবে যাত্রীদের অসুবিধার কথা মাথায় রেলের তরফে দুঃখ প্রকাশও করা হয়েছে। 

বাতিল খাতায় থাকছে…

হাওড়া থেকে: 36811, 36815, 37811, 37813, 37815, 37211, 37213, 37215, 37219, 37309, 37371, 37359, 37303, 37911

বর্ধমান থেকে: 36812, 36814, 37812, 37814, 37820

ব্যান্ডেল থেকে: 37212, 37214, 37216, 37218

আরামবাগ থেকে: 37360

সিঙ্গুর থেকে: 37304

তারকেশ্বর থেকে: 37312

গোঘাট থেকে: 37372

কাটোয়া থেকে: 37912

একইসঙ্গে 03051 হাওড়া–বর্ধমান লোকালকে হাওড়া-বর্ধমান কর্ড লাইন দিয়ে ঘুরপথে চালানো হচ্ছে বলে খবর। প্রসঙ্গত, কয়েকদিন আগেই দমদমে রেলের কাজের জন্য ১১৭টি লোকাল ট্রেন বাতিলের ঘোষণা করেছিল রেল। যা নিয়ে তীব্র চাপানউতোর শুরু হয়ে গিয়েছিল যাত্রীদের মধ্যে। যদিও শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে আসে রেল।