কলকাতা: ট্রেন বাতিল যেন থামছেই না। বিগত কয়েক মাস ধরে প্রায় প্রতি সপ্তাহে লাগাতার ট্রেন বাতিল চলছে হাওড়া-শিয়ালদহে। আগামী রবিবার ফের হাওড়া-বর্ধমান কর্ড, হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি, খানা-গুমানি সেকশনে একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল থাকছে। রেল ট্র্যাকের রক্ষণাবেক্ষণ, সিগন্যালের দেখভাল, ওভারহেডের কাজের জন্য সাম্প্রতিক অতীতে লাগাতার ট্রেন বাতিল থেকেছে হাওড়া শাখায়। চরমে উঠেছে যাত্রী দুর্ভোগ। এবার যেন ফের ফিরতে চলেছে একই ছবি।
আগামী রবিবার ২১ জানুয়ারি বাতিলের খাতায় থাকছে
হাওড়া থেকে: 37315,
ব্যান্ডেল থেকে: 37749
তারকেশ্বর থেকে: 37326
কাটোয়া থেকে: 03095, 37748
আজিমগঞ্জ থেকে: 03096
একইসঙ্গে বেশ কিছু লোকাল ট্রেনের সময়সূচিও বদলে যাচ্ছে। তালিকায় আছে 37328 তারকেশ্বর – হাওড়া লোকাল। 12338 বোলপুর – হাওড়া শান্তিনিকেতন এক্সপ্রেস। 03083 কাটোয়া – আজিমগঞ্জ এক্সপ্রেস। অন্যদিকে বেশ কিছু দূরপাল্লার ট্রেনের সময়সূচিও বদলে যাচ্ছে। তালিকায় আছে 12304 নিউ দিল্লি – হাওড়া পূর্বা এক্সপ্রেস, 13015 হাওড়া – জামালপুর কবিগুরু এক্সপ্রেস। বিবৃতি দিয়ে এদিন পূর্ব রেলের তরফে এই ঘোষণা করা হয়েছে। তাতেই যাত্রীদের অসুবিধার জন্য দুঃখপ্রকাশও করা হয়েছে রেলের তরফে।