Rain Forecast: সুস্পষ্ট নিম্নচাপ বঙ্গোপসাগরে! রাত পোহালেই দুর্যোগের ভ্রুকুটি বাংলার মাথায়, বৃষ্টি কোন কোন জেলায়
Rain Forecast: বৃহস্পতিবারও ৯ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা থাকছে। শুক্রবারও ঝড় বৃষ্টির সতর্কতা থাকছে দক্ষিণবঙ্গের ছয় জেলাতে। শুক্রবার থেকে আবার উপরের দিকের পাঁচ জেলাতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে।

কলকাতা: বৃহস্পতিবার থেকেই সব জেলাতেই ঝড়-বৃষ্টি। তবে কোথাও কম, কোথাও বেশি। পশ্চিমের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সঙ্গে বজ্রপাতেরও আশঙ্কা থাকছে। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। বর্তমানে এটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিম মধ্য ও বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। হাওয়া অফিস বলছে, আগামী ২৪ ঘণ্টায় এটি আরও বেশি ঘনীভূত হবে। ধীরে ধীরে এটি উত্তর-পূর্ব দিকে এগিয়ে যাবে।
হাওয়া অফিস বলছে, বুধবার রাজ্যের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা থাকছে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সতর্কতা মূলত পাঁচ জেলায়। উপকূলের জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর-সহ পশ্চিমের জেলা পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূমের কিছু সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস চলছে। সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসও বইবে।
বৃহস্পতিবারও ৯ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা থাকছে। শুক্রবারও ঝড় বৃষ্টির সতর্কতা থাকছে দক্ষিণবঙ্গের ছয় জেলাতে। শুক্রবার থেকে আবার উপরের দিকের পাঁচ জেলাতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইতে পারে।
অন্যদিকে এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ঘোরাফেরা করছে ৫০ থেকে ৯০ শতাংশের মধ্যে। চলতি সপ্তাহে ঝড়-বৃষ্টি হতে পারে কলকাতাতেও। সপ্তাহান্তে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেহে দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে।
