কলকাতা: জিতেছেন ১৮ দিন আগে। ধূপগুড়ির নবনির্বাচিত বিধায়ক নির্মলচন্দ্র রায় এখনও শপথ নিয়ে উঠতে পারেননি। মাঝে গত শনিবার (২৩ সেপ্টেম্বর) রাজভবনে শপথ গ্রহণের ব্যবস্থা করা হলেও, শেষ পর্যন্ত তা হয়ে ওঠেনি। এমন অবস্থায় নির্মলচন্দ্রের অবিলম্বে শপথ গ্রহণের ব্যবস্থা করতে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি পাঠিয়েছিলেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এবার রাজ্যপাল চিঠি পাঠালেন রাজ্যের পরিষদীয় বিষয়ক দফতরে। চিঠিতে রাজ্যপাল লিখেছেন, তিনি শপথ গ্রহণের ব্যবস্থা করেছিলেন। দিনক্ষণও ঠিক করেছিলেন। কিন্তু সেই ফাইলে পরিষদীয় দফতরের সই করার মতো কেউ ছিলেন না।
তবে নতুন যে চিঠি রাজ্যপাল পাঠিয়েছেন, সেখানে নতুন করে কবে শপথ গ্রহণের ব্যবস্থা করা হবে বা কাকে দিয়ে করানো হবে, সেই সংক্রান্ত বিষয়ে কিছুই উল্লেখ করা নেই। উল্লেখ্য, গত ৯ তারিখ পরিষদীয় দফতর থেকে একটি ফাইল পাঠানো হয়েছিল রাজভবনে। পরিষদীয় দফতরের পাঠানো ওই ফাইলে সই না করেই ফেরত পাঠানো হয়েছে রাজভবন থেকে। রাজভবন থেকে সিনিয়র স্পেশাল সেক্রেটারি এদিন নবান্নে এসে পরিষদীয় মন্ত্রীর পাঠানো ফাইল সংশ্লিষ্ট দফতরে ফেরত পাঠিয়ে দিয়ে যান। ফাইলের সঙ্গে একটি চিঠিও দেওয়া হয়েছে রাজভবন থেকে। সেখানে উল্লেখ করা হয়েছে, গত শনিবার শপথ সংক্রান্ত নোটিফিকেশন পরিষদীয় দফতরে পাঠানো হয়েছিল। কিন্তু চিঠি রিসিভ করা হয়নি। ফলে ফাইল ফেরত চলে যায়।
কিন্তু ওই চিঠিতে নির্মলচন্দ্রের বিধায়ক পদে শপথ গ্রহণ কবে হবে কিংবা কার হাত ধরে শপথ গ্রহণ হবে, সেসব বিষয়ে কিছুই বলা হয়নি চিঠিতে। ফলে ধূপগুড়ির বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থীর শপথগ্রহণ ঘিরে জট এখনও থেকেই যাচ্ছে।