Murder: কথা রাখেনি ভাই, এলোপাথাড়ি ছুরির কোপে ‘খুন’ করল দাদা

সুজয় পাল | Edited By: সঞ্জয় পাইকার

Mar 30, 2025 | 6:37 PM

Murder: বেলেঘাটার একটি আবাসনের তিনতলায় একটি ফ্ল্যাট রয়েছে রোহনের। জানা গিয়েছে, সেই ফ্ল্যাটটি তিনি অভিজিৎ মণ্ডলকে বিক্রি করবেন বলে কথা দিয়েছিলেন। কিন্তু, পরে এক দালালকে ফ্ল্যাটটি বিক্রি করার সিদ্ধান্ত নেন রোহন।

Murder: কথা রাখেনি ভাই, এলোপাথাড়ি ছুরির কোপে খুন করল দাদা
প্রতীকী ছবি
Image Credit source: Freepik

Follow Us

কলকাতা: ফ্ল্যাট বিক্রি নিয়ে দুই ভাইয়ের বচসা। দাদাকে ফ্ল্যাট বিক্রি করার ‘প্রতিশ্রুতি’ দিয়েও অন্য ব্যক্তিকে ফ্ল্যাট বিক্রির চেষ্টা। তা নিয়ে বচসার সময়ই ভাইকে ছুরি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ। ঘটনাটি বেলেঘাটার। ভাই রোহন মণ্ডলকে খুনের কথা স্বীকার করেছেন অভিযুক্ত অভিজিৎ মণ্ডল। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।

বেলেঘাটার একটি আবাসনের তিনতলায় একটি ফ্ল্যাট রয়েছে রোহনের। জানা গিয়েছে, সেই ফ্ল্যাটটি তিনি অভিজিৎ মণ্ডলকে বিক্রি করবেন বলে কথা দিয়েছিলেন। কিন্তু, পরে এক দালালকে ফ্ল্যাটটি বিক্রি করার সিদ্ধান্ত নেন রোহন। একথা জানার পরই ভাইয়ের সঙ্গে বিবাদে জড়ান অভিজিৎ। কেন তাঁকে কথা দিয়েও অন্য জনকে ফ্ল্যাট বিক্রি করার সিদ্ধান্ত নিলেন, সেই প্রশ্ন তোলেন। দু’জনের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, অভিজিৎ গালিগালাজ করেন রোহন। তখনই ছুরি দিয়ে ভাইকে এলোপাথাড়ি কুপিয়ে খুন করেন অভিজিৎ।

ভাইকে খুনের পর রক্তমাখা ছুরিটি কিছুটা দূরে একটি ম্যানহোলে ফেলে দেন অভিজিৎ। ঘটনার জেরে এলাকায় এদিন উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে আসে বেলেঘাটা থানার পুলিশ। আসে লালবাজার হোমিসাইড শাখার অফিসাররা। অভিজিৎকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি খুনের কথা স্বীকার করেছেন বলে জানা গিয়েছে। তারপরই তাঁকে গ্রেফতার করা হয়। আগামিকাল অভিজিৎকে শিয়ালদহ আদালতে তোলা হবে। এদিকে, খুনে ব্যবহৃত ছুরিটি ম্যানহোল থেকে উদ্ধার করেছে পুলিশ।

এই খবরটিও পড়ুন