STF: ভোটমুখী বাংলায় আকাঙ্খা মোড়ে গাড়িতে মিলল টাকার পাহাড়!

STF: ঘটনায় গ্রেফতার করা হয়েছে গাড়ির মালিক-সহ ২ জনকে। গোয়েন্দাদের অনুমান, নিউটাউন থেকেই টানা আনা হচ্ছিল। টাকার উৎসের সন্ধানে বেঙ্গল STF। সোমবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালান তদন্তকারীরা। গাড়ি চেকিংয়ের সময়েই উদ্ধার হয় বিপুল পরিমাণ টাকা। 

STF: ভোটমুখী বাংলায় আকাঙ্খা মোড়ে গাড়িতে মিলল টাকার পাহাড়!
পাঁচ কোটি টাকা উদ্ধার গাড়িতেImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 17, 2025 | 12:51 PM

কলকাতা: ভোটমুখী বাংলায় গাড়িতে টাকার পাহাড়। নারায়ণপুরের আকাঙ্খা মোড়ে গাড়িতে উদ্ধার পাঁচ কোটি টাকা। গাড়ি বাজেয়াপ্ত করেছে বেঙ্গল এসটিএফ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে গাড়ির মালিক-সহ ২ জনকে। গোয়েন্দাদের অনুমান, নিউটাউন থেকেই টাকা আনা হচ্ছিল। টাকার উৎসের সন্ধানে বেঙ্গল STF। সোমবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালান তদন্তকারীরা। গাড়ি চেকিংয়ের সময়েই উদ্ধার হয় বিপুল পরিমাণ টাকা। জানা গিয়েছে, গাড়ি থেকে পাঁচ কোটি টাকা উদ্ধার হয়েছে।

বাংলায় এখন জোর কদমে চলছে এসআইআর। তার মধ্যেই ছাব্বিশের নির্বাচনের বাদ্যি বেজে গিয়েছে। জাতীয় নির্বাচন কমিশনের টিমও কিছুদিন আগে বাংলা থেকে ঘুরে গিয়েছে। তার মধ্যেই হঠাৎ করে এত বিপুল পরিমাণ টাকা উদ্ধারে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে। এই টাকা কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, কী উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

গত সপ্তাহেও ইডি-র অভিযানে কলকাতার বুক থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়। যদিও তা অন্য কারণে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় তারাতলায় এক  ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালান ইডি তদন্তকারীরা। বাড়ি থেকে বিপুল অঙ্কের টাকা উদ্ধার করেন তদন্তকারীরা। বেলেঘাটা-সহ কলকাতার আরও চারটি জায়গায় তল্লাশি চালান তদন্তকারীরা। । ৭৫ নম্বর হেমচন্দ্র নস্কর রোডে থাকা একটি বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। প্রায় ৬ জন আধিকারিক তল্লাশি চালান। চলতি মাসের শুরুতেও  কলকাতার অন্তত ১০টি জায়গায় তল্লাশি চালায় ইডি। সল্টলেক সেক্টর ওয়ানেও চলে তল্লাশি। কিন্তু এবারের উদ্ধার হওয়ায় টাকার নেপথ্যে আদৌ কোনও দুর্নীতি না অন্য কোনও চক্র সক্রিয়, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ২ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।