Vande Bharat Express: ফের আরও একটি বন্দে ভারত এল বঙ্গে, কবে থেকে পাওয়া যাবে টিকিট?

Sayanta Bhattacharya | Edited By: জয়দীপ দাস

Nov 10, 2023 | 8:44 PM

Vande Bharat Express: এদিন বিবৃতিতে দার্জিলিং ভ্রমণে যাত্রীদের উৎসাহের কথাও উল্লেখ করেছে রেল। লেখা হয়েছে, সবচেয়ে জনপ্রিয় ভ্রমণ গন্তব্যগুলির মধ্যে দার্জিলিং সারা বছর ধরে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে। ফলে আরামদায়ক পরিবহনের চাহিদা বজায় রাখতেই এই সিদ্ধান্ত।

Vande Bharat Express: ফের আরও একটি বন্দে ভারত এল বঙ্গে, কবে থেকে পাওয়া যাবে টিকিট?
বন্দে ভারত এক্সপ্রেস।
Image Credit source: twitter

Follow Us

কলকাতা: চলতি বছরের শুরু থেকে বাংলায় পথ চলা শুরু করেছিল বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া থেকে জলপাইগুড়ির উদ্দেশ্যে চাকা গড়িয়েছিল ভারতের জনপ্রিয় এই ট্রেনের। তারপর দিন যত গড়িয়েছে ততই বেড়েছে এই বিলাসবহুল ট্রেনের চাহিদা। এরইমধ্যে এবার জনপ্রিয়তার কথা মাথায় রেখে বাংলায় এল আরও নতুন একটি বন্দে ভারত এক্সপ্রেস। এটিও চলবে হাওড়া-জলপাইগুড়ির মধ্যেই। এদিন রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এই ঘোষণা করা হয়েছে। 

বিবৃতিতেই রেলের তরফে লেখা হয়েছে, ‘হাওড়া এবং নিউ জলপাইগুড়ির মধ্যে একটি নতুন বন্দে ভারত বিশেষ ট্রেন পরিষেবা চালু করতে পেরে পূর্ব রেলও খুশি। যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চালু হচ্ছে 02301/02302 হাওড়া – নিউ জলপাইগুড়ি – হাওড়া বন্দে ভারত স্পেশ্যাল ট্রেন।’ সব মরসুমেই যেহেতু দার্জিলিং যেতে মুখিয়ে থাকেন একটা বড় অংশের বঙ্গবাসী সে কারণে উত্তরবঙ্গগামী সব ট্রেনের চাহিদা সর্বদাই থাকে তুঙ্গে। কিন্তু, বন্দে ভারতের পথচলা শুরুর পর থেকেই বেড়েছে টিকিটের চাহিদা। 

এদিন বিবৃতিতে দার্জিলিং ভ্রমণে যাত্রীদের উৎসাহের কথাও উল্লেখ করেছে রেল। লেখা হয়েছে, সবচেয়ে জনপ্রিয় ভ্রমণ গন্তব্যগুলির মধ্যে দার্জিলিং সারা বছর ধরে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে। ফলে আরামদায়ক পরিবহনের চাহিদা বজায় রাখতেই এই সিদ্ধান্ত। সূত্রের খবর, 02301 হাওড়া – নিউ জলপাইগুড়ি বন্দে ভারত স্পেশাল ট্রেনের টিকিট বুকিং শুরু হতে চলেছে আগামী ১২ নভেম্বর থেকে। তবে এখনই তৎকাল টিকিট পাওয়া যাবে না। 

Next Article