কলকাতা: ভরপেট মদ্যপান করে বিমানে উঠেছিলেন। আর বিমানে উঠেই সহযাত্রীদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ। বিমান তখনও কলকাতা বিমানবন্দরের রানওয়ে থেকে রওনা দেয়নি। পরিস্থিতি বুঝে ওই যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, একেবারে বিমানবন্দর থেকেই বের করে দেওয়া হয় ওই ব্যক্তিকে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে কলকাতা বিমানবন্দর থেকে দুবাইগামী এক বিমানে। কলকাতা বিমানবন্দর সূত্রে জানা যাচ্ছে, ওই বিমান যাত্রীর নাম কৌশিক মৌলিক।
জানা যাচ্ছে, কৌশিক মৌলিক নামে ওই ব্যক্তি রবিবার রাতে দুবাই যাওয়ার জন্য এসেছিলেন কলকাতা বিমানবন্দরে। ফ্লাই এমিরেটস উড়ান সংস্থার ইকে ৫৭৩ বিমানে চেপে তাঁর মরুদেশে যাওয়ার কথা ছিল। বিমান ছাড়ার সময় ছিল রাত ৮টা ২০ মিনিটে। সেই মতো বিমানবন্দরের যাবতীয় নিয়ম-বিধি মেনে সিকিউরিটি চেকিং সেরে বিমানে গিয়ে ওঠেন তিনি। কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে, বিমানে উঠতেই তিনি সহযাত্রীদের সঙ্গে অভব্য আচরণ করতে শুরু করেন। সঙ্গে এও জানা যাচ্ছে, কৌশিক মৌলিক নামে ওই ব্যক্তি অতিরিক্ত মদ্যপান করে ছিলেন।
যখন এসব ঘটনা ঘটে, তখনও বিমান রানওয়ে থেকে রওনা দেয়নি। উড়ানের প্রস্তুতি নিচ্ছিল বিমানটি। পরিস্থিতির বুঝে ফ্লাই এমিরেটস উড়ান সংস্থার ওই বিমানের ক্রু-রা কৌশিক মৌলিককে বিমান থেকে থেকে নামিয়ে দেন। কৌশিকবাবুকে বাদ দিয়েই ফ্লাই এমিরেটসের ওই বিমান দুবাইয়ের উদ্দেশে রওনা দেয়। এদিকে বিমান থেকে নামিয়ে দেওয়ার পর উড়ান সংস্থার সঙ্গে বোঝাপড়া মিটিয়ে শেষ পর্যন্ত রাত ৮টা ৫০ মিনিট নাগাদ ওই ব্যক্তিকে বিমানবন্দরের ৪এ/বি প্রস্থান গেট দিয়ে বাইরে বের করে দেওয়া হয়।