বিশ্ব অরণ্য দিবসে বৃক্ষরোপণ অনুষ্ঠান নিউটাউনে

নিউটাউন চত্ত্বরে বোনা হল ১০০ চারাগাছ।

বিশ্ব অরণ্য দিবসে বৃক্ষরোপণ অনুষ্ঠান নিউটাউনে
বিশ্ব অরণ্য দিবসে বৃক্ষরোপণ
Follow Us:
| Updated on: Mar 22, 2021 | 4:31 PM

কথায় বলে, গাছ লাগাও.. প্রাণ বাঁচাও.. কবির ভাষায়, ইঁটে-গড়া গণ্ডার বাড়িগুলো সোজা। তার মাঝে সবুজ দেখা যায় না একেবারেই। বিশ্ব অরণ্য দিবসে সেই সবুজেই সাজল নিউটাউন।

বৃক্ষরোপণ

বৃক্ষরোপণ

গত রবিবার, ২১ মার্চ ছিল ‘বিশ্ব অরণ্য দিবস’। এই উপলক্ষ্যে নিউটাউন চত্ত্বরে অনুষ্ঠিত হল এক বৃক্ষরোপণ উৎসব– হরিবংশ। আজকের শিশুই তো আগামীর দায়িত্ববান নাগরিক। অতএব তার মধ্যেই বপণ করতে হবে ভবিষ্যত গড়ার বীজ। তাই ওদের হাত দিয়েই নিউটাউন চত্ত্বরে বোনা হল ১০০ চারাগাছ। রবিবার দুপুর ৩টায় বড় রাস্তার ধার দিয়ে ঘাসজমি জুড়ে পরপর চারাগাছ বসাল খুদেরা। জল-মাটি-কাদা ঘেঁটে মজা করেই একপাল শিশু বৃক্ষরোপণ করল বিশ্ব অরণ্য দিবসে।

হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন

হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন

হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন বিকেল চারটে নাগাদ উপস্থিত হন প্রাঙ্গণে। তিনি নিউটাউন চত্ত্বরে পরপর সবুজায়ন করার পরিকল্পনা করেছেন। নিউটাউনে অক্সিজেনের পরিমাণ অনেকটা বেশি। তা ধরে রাখতে উদ্যোগী তারা। অনুষ্ঠানে এই বিষয়ে আলোচনা করেন তিনি।