Kissing In Kolkata Metro: দুনিয়া ভুলে মেট্রো স্টেশনে গভীর চুম্বনে মত্ত যুগল, নীতি পুলিশিতে ব্যস্ত বাকি যাত্রীরা

Dec 16, 2024 | 3:35 PM

কী হয়েছে? সম্প্রতি সমাজমাধ্যমে এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে কালীঘাট মেট্রো স্টেশনে গভীর চুম্বনে ব্যস্ত এক যুগল।

Follow Us

প্রেম কি আর স্থান-কাল-পাত্র বোঝে? বোধ হয় না! তার প্রমাণ আমরা অতীতেও বারবার পেয়েছি। সিনেমা সিরিয়ালেও, এই ধরনের দৃশ্য প্রায়শই দেখে থাকি আমরা। নিদেন পক্ষে দিল্লি মেট্রোতেও এই দৃশ্য দু-একবার দেখা গিয়েছে। কিন্তু তাইও বলে খাস কলকাতায়? এই ঘটনা কলকাতা মেট্রোয় সম্ভবত প্রথম।

কী হয়েছে? সম্প্রতি সমাজমাধ্যমে এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে কালীঘাট মেট্রো স্টেশনে গভীর চুম্বনে ব্যস্ত এক যুগল। আশে পাশে কে আছে কে নেই সেই দিকে কোনও খেয়াল নেই। কেবল ঠোঁটে ঠোঁট ডুবিয়ে গভীর চুম্বনে ব্যস্ত যুবক-যুবতী। ভিডিয়োতেই দেখা গিয়েছে স্টেশনটি কালীঘাট মেট্রো। যদিও কবে কখন ঘটনাটি ঘটেছে তা এখনও স্পষ্ট নয় (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি টিভি৯ বাংলা)।

যুগলের এই কান্ডে হইচই পরে গিয়েছে সমাজমাধ্যমে। ইউটিউবে পোস্ট করা ভিডিয়োটিতে ইতিমধ্যেই লাইক, কমেন্টের ঝর বয়ে গিয়েছে। সমালোচনায় ভরে গিয়েছে কমেন্ট সেকশন। কেউ কেউ পাশে দাঁড়িয়েছেন, কেউ বিপক্ষে কথা বলেছেন, ভ্রু কুঁচকেছেন প্রকাশ্যে চুমু খাওয়া নিয়ে। কেউ ব্যক্তি স্বাধীনতার বিষয় নিয়ে সরব হয়ে যুগলের পাশে দাঁড়িয়েছেন। আবার কেউ মজা করতে, ট্রোল করতেই ব্যস্ত।

 

প্রেম কি আর স্থান-কাল-পাত্র বোঝে? বোধ হয় না! তার প্রমাণ আমরা অতীতেও বারবার পেয়েছি। সিনেমা সিরিয়ালেও, এই ধরনের দৃশ্য প্রায়শই দেখে থাকি আমরা। নিদেন পক্ষে দিল্লি মেট্রোতেও এই দৃশ্য দু-একবার দেখা গিয়েছে। কিন্তু তাইও বলে খাস কলকাতায়? এই ঘটনা কলকাতা মেট্রোয় সম্ভবত প্রথম।

কী হয়েছে? সম্প্রতি সমাজমাধ্যমে এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে কালীঘাট মেট্রো স্টেশনে গভীর চুম্বনে ব্যস্ত এক যুগল। আশে পাশে কে আছে কে নেই সেই দিকে কোনও খেয়াল নেই। কেবল ঠোঁটে ঠোঁট ডুবিয়ে গভীর চুম্বনে ব্যস্ত যুবক-যুবতী। ভিডিয়োতেই দেখা গিয়েছে স্টেশনটি কালীঘাট মেট্রো। যদিও কবে কখন ঘটনাটি ঘটেছে তা এখনও স্পষ্ট নয় (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি টিভি৯ বাংলা)।

যুগলের এই কান্ডে হইচই পরে গিয়েছে সমাজমাধ্যমে। ইউটিউবে পোস্ট করা ভিডিয়োটিতে ইতিমধ্যেই লাইক, কমেন্টের ঝর বয়ে গিয়েছে। সমালোচনায় ভরে গিয়েছে কমেন্ট সেকশন। কেউ কেউ পাশে দাঁড়িয়েছেন, কেউ বিপক্ষে কথা বলেছেন, ভ্রু কুঁচকেছেন প্রকাশ্যে চুমু খাওয়া নিয়ে। কেউ ব্যক্তি স্বাধীনতার বিষয় নিয়ে সরব হয়ে যুগলের পাশে দাঁড়িয়েছেন। আবার কেউ মজা করতে, ট্রোল করতেই ব্যস্ত।

 

Next Article