Cheating: বৃদ্ধার অ্যাকাউন্ট থেকে গায়েব ৯০ লক্ষ টাকা, পুলিশ তদন্তে নামতেই সামনে এল বিস্ফোরক তথ্য

Youth arrested for cheating: বৃদ্ধা সুরজকে বিশ্বাস করে তাঁর ব্য়াঙ্কের সমস্ত তথ্য দেন। এরপর সুরজ যে ব্যাঙ্কে কাজ করেন, সেখানে বৃদ্ধার অ্যাকাউন্ট ট্রান্সফার করান। তারপরই ধাপে ধাপে বৃদ্ধার অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয় ৯০ লক্ষ টাকা। তদন্তকারী আধিকারিকদের সূত্রে জানা গিয়েছে, বৃদ্ধার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে বিলাসবহুল গাড়ি কেনেন ধৃত সুরজ।

Cheating: বৃদ্ধার অ্যাকাউন্ট থেকে গায়েব ৯০ লক্ষ টাকা, পুলিশ তদন্তে নামতেই সামনে এল বিস্ফোরক তথ্য
ধৃত সুরজ রজকImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Dec 10, 2025 | 5:41 PM

বিধাননগর: ব্যাঙ্কে গিয়ে এক ব্যাঙ্ক কর্মীর সঙ্গে পরিচয় হয়েছিল। ওই কর্মী ধীরে ধীরে বিশ্বাসযোগ্যতা অর্জন করেছিলেন। কিন্তু, সেই কর্মীই যে তাঁর অ্যাকাউন্ট ফাঁকা করে দেবেন, তা ভাবতেও পারেননি বিধাননগরের এক বৃদ্ধা। ওই বৃদ্ধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৯০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ব্যাঙ্ক কর্মীকে গ্রেফতার করল বিধাননগর সাইবার শাখার পুলিশ। ধৃতের নাম সুরজ রজক।

গত ১১ নভেম্বর জিসি ব্লকের বাসিন্দা ওই বৃদ্ধা বিধাননগর সাইবার শাখায় অভিযোগ করেন, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৯০ লক্ষ টাকা উধাও হয়ে গিয়েছে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, বিভিন্ন বেসরকারি ব্যাঙ্কে ধাপে ধাপে সেই টাকা চলে গিয়েছে বৃদ্ধার অ্যাকাউন্ট থেকে।

ওই বৃদ্ধাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, বেসরকারি একটি ব্যাঙ্কে তাঁর অ্যাকাউন্ট ছিল। একদিন তিনি ওই ব্যাঙ্কে টাকা তুলতে গিয়েছিলেন। সেইসময় সুরজ রজকের সঙ্গে তাঁর পরিচয় হয়। সুরজ নিজেকে অন্য একটি ব্যাঙ্কের ম্যানেজার বলে পরিচয় দেন। বৃদ্ধার ফোন নম্বর নেন। এরপর বৃদ্ধাকে ফোন করতেন সুরজ। এমনকি, তাঁর বাড়িতেও আসেন। বৃদ্ধার ছেলেমেয়ে বিদেশে থাকেন। সেই সুযোগে বৃদ্ধার বিশ্বাসযোগ্যতা অর্জন করেন ধৃত যুবক।

এরপর একদিন বৃদ্ধাকে সুরজ প্রস্তাব দেন, তিনি যে বেসরকারি ব্যাঙ্কে কাজ করেন, সেখানে তাঁর অ্যাকাউন্টটি ট্রান্সফার করতে। বৃদ্ধা সুরজকে বিশ্বাস করে তাঁর ব্য়াঙ্কের সমস্ত তথ্য দেন। এরপর সুরজ যে ব্যাঙ্কে কাজ করেন, সেখানে বৃদ্ধার অ্যাকাউন্ট ট্রান্সফার করান। তারপরই ধাপে ধাপে বৃদ্ধার অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয় ৯০ লক্ষ টাকা। তদন্তকারী আধিকারিকদের সূত্রে জানা গিয়েছে, বৃদ্ধার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে বিলাসবহুল গাড়ি কেনেন ধৃত সুরজ।

গতকাল রাতে পুলিশ ক্যানেল সার্কুলার রোডের বাসিন্দা সুরজ রজককে গ্রেফতার করে। তাঁর কাছ থেকে বিলাসবহুল গাড়িটি উদ্ধার হয়। গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে সাইবার ক্রাইম শাখার পুলিশ। ধৃতকে এদিন বিধাননগর আদালতে পেশ করে দশ দিনের হেফাজতে চেয়ে আবেদন জানায় তারা।