Aadhar Card: আজ রাতেই সক্রিয় হবে আধার কার্ড, আশ্বাস সুকান্তর, শুভেন্দু জানালেন রাঁচি থেকে নিষ্ক্রিয় হয়েছিল

Jyotirmoy Karmokar | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 19, 2024 | 2:07 PM

Aadhar Card: বেশ কিছু দিন ধর রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসতে থাকে, আধার কার্ড নিষ্ক্রিয় হয়েছে। প্রথম বিষয়টি প্রকাশ্যে আসে বর্ধমানে। সেক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয় প্রশাসনও।

Aadhar Card: আজ রাতেই সক্রিয় হবে আধার কার্ড, আশ্বাস সুকান্তর, শুভেন্দু জানালেন রাঁচি থেকে নিষ্ক্রিয় হয়েছিল
আধার কার্ড সক্রিয় হবে রাতেই
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা : একাধিক জনের আধার কার্ড বাতিল হচ্ছে! এই সংক্রান্ত মেসেজ, নোটিস ঘিরে এখন চরম আতঙ্ক-বিভ্রান্তি ছড়াচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি দেখে নেওয়ার আশ্বাস দিয়েছেন। সোমবারই নবান্নের তরফে জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসা হচ্ছে এই নিয়ে আলোচনায়। এদিকে আধার-ইস্যুতে সক্রিয় বিজেপিও। নবান্নের তরফে বৈঠকে বসার আগেই বিজেপি রাজ্য নেতৃত্ব কথা বললেন কেন্দ্রীয় মন্ত্রকের সঙ্গে। জানিয়ে দিলেন, সমস্যার সমাধানের উপায়ও! বিজেপির রাজ্য সভাপতি আশ্বাস দিলেন, রাতেই মধ্যেই চালু হয়ে যাবে নিষ্ক্রিয় আধারকার্ডগুলো। চিন্তা করার কোনও কারণ নেই। তথ্য প্রযুক্তি মন্ত্রকের সঙ্গে কথা বলে জানালেন সুকান্ত। পাশাপাশি এও বললেন, মুখ্যমন্ত্রীর পোর্টালে অভিযোগ জানানোর প্রয়োজন নেই। বিজেপি অফিসে অভিযোগ জানান।

অন্যদিকে, টুইট করে বিষয়টির আশ্বাস দিয়েছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনিও জানিয়েছেন,  নিষ্ক্রিয় হওয়া অধার কার্ডগুলো ২৪ ঘণ্টার মধ্যে সক্রিয় হবে।  কেন্দ্রের তরফ থেকে তিনি এ সংক্রান্ত আশ্বাস পেয়েছেন। তিনি জানান,  রাঁচির আঞ্চলিক অফিস থেকে নিষ্ক্রিয় করা হয়েছিল আধার কার্ডগুলো। সেটি প্রযুক্তিগত কোনও সমস্যা হতে পারে। তবে কেন্দ্রীয় সরকারের কর্তারা এবিষয়ে কিছুই জানতেন না বলে জানান শুভেন্দু। তিনি জানান, যে কার্ডগুলো UIDAI-এর রাঁচি আঞ্চলিক অফিস থেকে নিষ্ক্রিয় করা হয়েছিল।

প্রসঙ্গত, বেশ কিছু দিন ধর রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসতে থাকে, আধার কার্ড নিষ্ক্রিয় হয়েছে। প্রথম বিষয়টি প্রকাশ্যে আসে বর্ধমানে। সেক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয় প্রশাসনও। সিউড়ির সভা থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, “চিন্তিত হওয়ার কোনও বিষয় নেই। এরকম হলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। বিকল্প ব্যবস্থার চেষ্টা চলছে।” ১ মার্চ থেকে একশো দিনের কাজের শ্রমিকদের টাকা দেবে রাজ্য। তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা পড়বে। ব্যাঙ্কে লিঙ্ক থাকে আধার কার্ডে নম্বর। আধার কার্ড বাতিল হলে সমস্যা পড়বেন তাঁরা। এই পরিস্থিতিতে সোমবার নবান্নের তরফেই মুখ্যসচিব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসছেন।

Next Article