Aadhar Card: আজ থেকে রাজ্যের ৯ লক্ষ পড়ুয়ার বিনামূল্যে আধার কার্ড তৈরির ক্যাম্প

সুমন মহাপাত্র | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 20, 2023 | 12:51 PM

Aadhar Card: প্রত্যেকটা ব্লকে আধার ক্যাম্প তৈরি করা হবে। সেখানেই আধার তৈরির প্রক্রিয়া শুরু হবে। ২৭৫টি সেন্টার তৈরি করা হয়েছে। সেখানে ধাপে ধাপে প্রক্রিয়া চলবে। শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, কোনও পড়ুয়ারাই আধার কার্ড তৈরি করতে কোনও ফি লাগবে না।

Aadhar Card: আজ থেকে রাজ্যের ৯ লক্ষ পড়ুয়ার বিনামূল্যে আধার কার্ড তৈরির ক্যাম্প
স্কুল পড়ুয়াদের আধার কার্ড তৈরির ক্যাম্প
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: রাজ্যে ৯ লক্ষ পড়ুয়ার আধার কার্ড নেই। বিস্ফোরক তথ্য উঠে এসেছে স্কুল শিক্ষা দফতরের সমীক্ষায়। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক-সব স্তরেই বহু পড়ুয়াদেরই আধারহীন। তাই ওই সব পড়ুয়াদের আধারকার্ড করতে উদ্যোগ রাজ্য শিক্ষা দফতরের। আধার কার্ড না থাকাতেই বিভিন্ন সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে পড়ুয়ারা। জানা যাচ্ছে, রাজ্য জুড়ে ২৭৫ টা ক্যাম্পে আধার কার্ড তৈরি হবে।

প্রত্যেকটা ব্লকে আধার ক্যাম্প তৈরি করা হবে। সেখানেই আধার তৈরির প্রক্রিয়া শুরু হবে। ২৭৫টি সেন্টার তৈরি করা হয়েছে। সেখানে ধাপে ধাপে প্রক্রিয়া চলবে। শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, কোনও পড়ুয়ারাই আধার কার্ড তৈরি করতে কোনও ফি লাগবে না। প্রাথমিকবিভাগ থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত পড়ুয়াদের নাম নথিভুক্তকরণের কাজ আপাতত শুরু হয়েছে।

আপাতত প্রত্যেক ব্লকে দুটি করে এনরোলমেন্ট সেন্টার খোলা হচ্ছে। সেখানে পড়ুয়াদের নাম নথিভুক্ত করতে হবে। প্রয়োজনে জেলাশাসক, মহকুমা শাসক, বিডিও-দের সঙ্গে যোগাযোগ করতে পারেন ছাত্রের অভিভাবকরা।  বুধবার থেকেই নাম নথিভুক্তকরণের জন্য ক্যাম্প খোলা হচ্ছে। তবে বুধবারের মধ্যেই সব জায়গায় ক্যাম্প খোলা সম্ভব নাও হতে পারে বলে শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে। তবে আগামী এক-দু’দিনের মধ্যেই সব জায়গায় ক্যাম্প খোলা হয়ে যাবে। বেসরকারি সব স্কুলের পড়ুয়াও এই ক্যাম্প থেকে আধার কার্ড করাতে পারবে।

Next Article