ISF: গুজরাটে ১২ হাজার টাকা! ইমাম-মোয়াজ্জেমদের ভাতা আড়াইয়ের পরিবর্তে ১০ হাজার করার দাবি উঠল

abbas siddiqui: সোমবার ইমাম, মোয়াজ্জিন সমাবেশ রয়েছে। সেখানে উপস্থিত থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। আব্বাসের বক্তব্য, ওই সমাবেশ থেকে যেন ইমাম ও মোয়াজ্জমরা ভাতা বাড়ানোর দাবি জানান রাজ্য সরকারের কাছে।

ISF: গুজরাটে ১২ হাজার টাকা! ইমাম-মোয়াজ্জেমদের ভাতা আড়াইয়ের পরিবর্তে ১০ হাজার করার দাবি উঠল
ইমাম-মোয়াজ্জেমদের ভাতা বাড়ানোর দাবিImage Credit source: Mamata Banerjee's face book

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 21, 2023 | 2:05 PM

কলকাতা: ইমাম ও মোয়াজ্জেমদের ভাতা বৃদ্ধির দাবি আইএসএফ নেতা আব্বাস সিদ্দিকির। তাঁর দাবি, ইমামদের ১০ হাজার টাকা ও মোয়াজ্জেমদের ৮ হাজার টাকা ভাতা দিতে হবে। গুজরাট সহ অন্য রাজ্যের ইমাম ও মোয়াজ্জেমদের ভাতার উদারহণ দিয়ে আব্বাস জানিয়েছেন, এ রাজ্যে ভাতা অত্যন্ত অল্প। তাই ইমাম ও মোয়াজ্জেমদের উপযুক্ত ভাতা দেওয়ার আর্জি আইএসএফ নেতার।

সোমবার ইমাম, মোয়াজ্জিন সমাবেশ রয়েছে। সেখানে উপস্থিত থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। আব্বাসের বক্তব্য, ওই সমাবেশ থেকে যেন ইমাম ও মোয়াজ্জমরা ভাতা বাড়ানোর দাবি জানান রাজ্য সরকারের কাছে। এ দিন একটি বিজ্ঞপ্তি জারি করে আইএসএফ নেতা জানিয়েছেন, বর্তমানে দ্রব্যমূল্যের দাম দিনের পর দিন বেড়েই চলেছে। এই অবস্থায় ২ হাজার ৫০০ টাকার ভাতায় ইমাম ও মোয়াজ্জেমদের জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। অন্যান্য রাজ্যে যে পরিমাণ অর্থ সাম্মানিক হিসাবে দেওয়া হয় এ রাজ্যে তা ভিক্ষাদানে পরিণত হয়েছে। বিজ্ঞপ্তিতে এও বলা হয়েছে, দিল্লিতে ইমামদের সাম্মানিক ও বেতন ১৮ হাজার টাকা, হরিয়ানায় ১৬ হাজার, তেলাঙ্গানাতে ১২ হাজার ও গুজরাতে ১২ হাজার টাকা দেওয়া হয়। সেখানে এ রাজ্যে ২ হাজার ৫০০ টাকা দেওয়া মানে তাঁদের অপমান করা। তাই মুখ্যমন্ত্রীর কাছে তিনি ইমামদের নূন্যতম ১০ হাজার ও মোয়াজ্জেমদের ৮ হাজার টাকা দাবি করেছেন।

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের আগে ইমাম, মুয়াজ্জিন সমাবেশ রয়েছে আজ। রাজ্যের ছোট বড় ইমাম সংগঠনগুলিকে একত্রিত করে আয়োজন করা হয়েছে এই সম্মেলনে। আনুষ্ঠানিক ভাবে এই সমাবেশের আয়োজক অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিন স্যোশাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক মন্ত্রীর।