Abhijit Ganguly: কয়েকদিনের মধ্যে ফাঁস হবে নতুন কেলেঙ্কারি? কী ইঙ্গিত দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়

'পশ্চিমবঙ্গ ঐক্যবদ্ধ ছাত্র যুব সমাজ সংগঠনে'র তরফে রবিবার একটি সাংবাদিক বৈঠক ডাকা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন রাজন্যা হালদার, অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রমুখ। সেখানেই প্রাক্তন বিচারপতি ইঙ্গিত দেন, কয়েকদিনের মধ্যেই সামনে আসবে এক কেলেঙ্কারি।

Abhijit Ganguly: কয়েকদিনের মধ্যে ফাঁস হবে নতুন কেলেঙ্কারি? কী ইঙ্গিত দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 25, 2026 | 4:15 PM

কলকাতা: বিচারপতি থাকাকালীন তৃণমূল সরকারের বিরুদ্ধে ওঠা একাধিক দুর্নীতির অভিযোগের মামলা শুনেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দুর্নীতির তদন্তের নির্দেশও দিয়েছিলেন তিনি। এবার ভোটের মুখে বিজেপি সাংসদ ইঙ্গিত দিলেন, কয়েকদিনের মধ্যেই কোনও এক কেলেঙ্কারি ফাঁস হতে পারে। আজ, রবিবার ‘পশ্চিমবঙ্গ ঐক্যবদ্ধ ছাত্র যুব সমাজ সংগঠনে’র তরফে রবিবার একটি সাংবাদিক বৈঠক ডাকা হয়েছিল। সেখানে উপস্থিত হয়েই এমন ইঙ্গিত দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

এদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্পষ্ট করে দেন যে তিনি কোনও রাজনৈতিক দলের তরফে এই মঞ্চে উপস্থিত হননি। অরাজনৈতিক আন্দোলনের পাশে দাঁড়ানোর জন্য একজন ব্যক্তি হিসেবে উপস্থিত হয়েচেন তিনি। তবে সার্বিকভাবে সরকার-বিরোধী আন্দোলন সংগঠিত হওয়া উচিৎ বলে মনে করেন তিনি। অভিজিৎ বলেন, “অনেক মানুষ থাকেন, যাঁরা সরাসরি রাজনীতিতে যুক্ত হতে চান না। সরকারকে আর রাখা যাবে কি না, সে ব্যাপারে তাঁদেরও একটা মতামত থাকা দরকার।”

এরপরই সাংসদ বলেন, “আমার মনে হয় এই সরকারের আর একদিনও ক্ষমতায় থাকা উচিত নয়। যদিও আইনগতভাবে তারা রয়ে যাচ্ছে। আশা করি এর মধ্যেই কিছু কেলেঙ্কারি ফাঁস হবে। তখন আবার একটা জোরদার আওয়াজ উঠবে। আমার মতে একটানা কয়েকদিনের মধ্যে এই কেলেঙ্কারি ফাঁস হলে, ৭২ ঘণ্টা বনধ ডাকা উচিৎ। যতক্ষণ না মুখ্যমন্ত্রী পদত্যাগ করছেন, যতক্ষণ না রাষ্ট্রপতি শাসন জারি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বিক্ষোভ চলা উচিত।”

এদিন এই সংগঠনের মূল বক্তব্য ছিল, তারা ছাত্র ও যুবদের প্রাপ্য অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য লড়াই করছে। এই সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে তিলোত্তমার বাবা বলেন, “দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। দুর্নীতি গেলে বেকারত্বের জালা মিটবে।”