Abhijit Gangopadhyay Exclusive: ‘বিমান-বুদ্ধর নাম নিয়েছি ঠিক,তবে সমর্থন করেছি তা নয়’, CPIM নিয়ে কী বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়?

Mar 06, 2024 | 7:22 AM

Abhijit Ganguly Exclusive: প্রসঙ্গত,অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতির আসন থেকে ইস্তফা দিয়ে রাজনীতিতে যোগ দেবেন শুনে, প্রাথমিকভাবে অনেকেই মনে করেছিলেন, তিনি বাম রাজনীতিতে যোগ দিতে পারেন। বিশেষ করে বিশিষ্ট আইনজীবী তথা সিপিআইএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য সম্পর্কে তাঁর অগাধ শ্রদ্ধার কারণে, দীর্ঘদিন ধরেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাম ঘনিষ্ঠ বলে ধারণা ছিল জনমানসে।

Abhijit Gangopadhyay Exclusive: বিমান-বুদ্ধর নাম নিয়েছি ঠিক,তবে সমর্থন করেছি তা নয়,  CPIM নিয়ে কী বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়?
অভিজিৎ গঙ্গোপাধ্যায়, হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: ‘বিজেপি-তে যাচ্ছি’ মঙ্গলবারই সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন কলকাতা অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গতকাল পদ থেকে ইস্তফাও দিয়েছেন তিনি। আগামী ৭ মার্চ আনুষ্ঠানিকভাবে যোগদান করার কথা পদ্ম শিবিরে। সে কথা নিজেই জানিয়েছেন। কিন্তু কেন বিজেপি? বাম বা অন্য কোনও রাজনৈতিক দল নয় কেন? TV9 বাংলায় এক্সক্লুসিভ সাক্ষাৎকারে খোলসা করলেন সবটা।

অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতির আসন থেকে ইস্তফা দিয়ে রাজনীতিতে যোগ দেবেন শুনে, প্রাথমিকভাবে অনেকেই মনে করেছিলেন, তিনি বাম রাজনীতিতে যোগ দিতে পারেন। বিশেষ করে বিশিষ্ট আইনজীবী তথা সিপিআইএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য সম্পর্কে তাঁর অগাধ শ্রদ্ধার কারণে, দীর্ঘদিন ধরেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাম ঘনিষ্ঠ বলে ধারণা ছিল জনমানসে। এজলাসে বিভিন্ন সময় বিকাশরঞ্জন ভট্টাচার্যকে ‘গুরু’ বলে সম্বোধন করতেও শোনা গিয়েছিল। বইমেলার সময় তাঁকে বামদের স্টলে বই ঘাঁটতেও দেখা গিয়েছিল তাঁকে। কানাঘুষো শোনা যাচ্ছিল, অনেকে ভেবেছিলেন লাল শিবিরেই হয়ত নাম লেখাতে পারেন অবসরপ্রাপ্ত বিচারপতি। খোদ বিকাশরঞ্জন ভট্টাচার্যকে সংবাদ মাধ্যমে বলতে শোনা গিয়েছিল, ব্যক্তিগতভাবে তাঁর মনে হয় না অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগ দেবেন। তবে বাস্তব হল উল্টো। দেখা গেল লাল নয়, গেরুয়া শিবিরেই গিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

TV9 বাংলার ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্যকে দেওয়া সাক্ষাৎকারে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, তিনি মনে করেন বিজেপি সর্বভারতীয় দল। তৃণমূলের সঙ্গে যুঝে ওঠার ক্ষমতা আছে। অবসরপ্রাপ্ত বিচারপতি বলেন, “সিপিএমের সেই ক্ষমতা নেই বলে আমি মনে করি। কংগ্রেসের তো নেইই। যেভাবে তৃণমূল দুর্নীতিতে ডুবে গিয়েছে, সেখান থেকে বের করে আনতে হবে।” সঙ্গে এও জানিয়েছেন, “বিজেপির রাজনৈতিক দর্শনের বিরোধী আমি নই। আমি সেই দর্শনকে সমর্থন করি। কাজ করতে অসুবিধা হবে না।”

TV9 বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন, তাঁর কোনও রাজনৈতিক অবস্থান ছিল না। তিনি বলেছেন, “বিমান-বুদ্ধর নাম নিয়েছি ঠিকই, তবে সমর্থন করেছি তা নয়। বাম রাজনীতিতে কখনও ছিলাম না, সমর্থনও করিনি।”

প্রসঙ্গত, গতকালের সাংবাদিক বৈঠকেও একই কথা বলতে শোনা গিয়েছিল তাঁকে। বলেছিলেন, তিনি সিপিএম-এ যেতে পারতেন। তবে যাননি। “আমি ঈশ্বরে বিশ্বাস করি, ওপরওলায় বিশ্বাস করি। আমি ধর্মে বিশ্বাস করি। আমি ধর্ম পালন করি। তারা তো সেগুলো করে না। হয়তো ভিতরে ভিতরে করে, বাইরে বলে আমরা করি না। তাদের সঙ্গে আমার মৌলিক কোনও মিলই হবে না। তো সেই পার্টিতে গিয়ে আমি কী করব?”

Next Article