Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhisek Banerjee: ‘পৃথিবীর কোনও শক্তি আমাকে আটকাতে পারবে না’, ৩ তারিখ দিল্লিতেই অভিষেক

Abhishek Banerjee: বৃহস্পতিবারই এ সংক্রান্ত নোটিস পৌঁছেছে তাঁর কাছে। এদিকে ২ ও ৩ অক্টোবর অভিষেকের দিল্লির কর্মসূচি বহুদিন আগেই নির্ধারিত। এই অবস্থায় তিনি যে দিল্লির ধরনা কর্মসূচিতেই থাকবেন, এদিন তা স্পষ্ট করে দিয়েছেন।

Abhisek Banerjee: 'পৃথিবীর কোনও শক্তি আমাকে আটকাতে পারবে না', ৩ তারিখ দিল্লিতেই অভিষেক
সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Sep 29, 2023 | 1:12 PM

কলকাতা: এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নোটিসে সাড়া দিচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লি যাচ্ছেন তিনি। শুক্রবার নিজের এক্স হ্যান্ডেলে জানিয়ে দিলেন সে কথা। আগামী ৩ অক্টোবর কলকাতার সিজিও কমপ্লেক্সে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠিয়েছে ইডি। বৃহস্পতিবারই এ সংক্রান্ত নোটিস পৌঁছেছে তাঁর কাছে। এদিকে ২ ও ৩ অক্টোবর অভিষেকের দিল্লির কর্মসূচি বহুদিন আগেই নির্ধারিত। এই অবস্থায় তিনি যে দিল্লির ধরনা কর্মসূচিতেই থাকবেন, এদিন তা স্পষ্ট করে দিয়েছেন।

এদিন নিজের এক্স হ্যান্ডেলে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, সব বাধার মধ্যেই বঞ্চনার বিরুদ্ধে লড়াই জারি থাকবে। পারলে আমাকে আটকে দেখান, চ্যালেঞ্জ অভিষেকের। এর আগে এক্স হ্যান্ডেলেই তিনি জানিয়েছিলেন, ইডি তাঁকে আবারও তলব করেছে।

বৃহস্পতিবারই অভিষেক এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন, ‘কারা ভয় পেয়েছে, কারা চিন্তিত তা খুব পরিষ্কারই বোঝা যাচ্ছে।’ তবে তিনি ইডি দফতরে হাজিরা দিচ্ছেন কি না তা স্পষ্ট করেননি। আজ শুক্রবার সকাল ১১টা ১৮ নাগাদ এক্স হ্যান্ডেলের পোস্টে তাও স্পষ্ট করে দেন।

এর আগে ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির বৈঠকের দিন ইডি ডেকে পাঠিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তলব নিয়ে সে সময় বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছিল। বিশেষ করে তৃণমূল দাবি করেছিল, অভিষেককে ভয় পেয়ে, তাঁকে আটকাতে এভাবে আগাম বৈঠকের সূচি সত্ত্বেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ডাকল। যদিও সে সময় দিল্লি যাননি অভিষেক। বদলে ইডির ডাকে সিজিও কমপ্লেক্সেই হাজিরা দেন। তবে এবার তাঁর দাবি, মানুষের প্রাপ্যর লড়াইয়ে নেমেছেন এবার। তাই দিল্লির কর্মসূচিই এবার তাঁর অগ্রাধিকারে।