AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অভিষেকের বিরুদ্ধে ‘মানহানিকর’ মন্তব্য, শাহকে সমন বিশেষ আদালতের

আগামী ২২ ফেব্রুয়ারি অমিত শাহকে (Amit Shah) আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিষেকের বিরুদ্ধে 'মানহানিকর' মন্তব্য, শাহকে সমন বিশেষ আদালতের
ফাইল চিত্র।
| Edited By: | Updated on: Feb 19, 2021 | 6:03 PM
Share

কলকাতা: অমিত শাহকে (Amit Shah) সমন পাঠাল রাজ্যের এমপি, এমএলএ স্পেশাল কোর্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ‘মানহানিকর’ মন্তব্যের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে এই সমন পাঠানো হয়েছে। আগামী ২২ ফেব্রুয়ারি তাঁকে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

২০১৮ সালের ১১ অগাস্ট ভারতীয় জনতা পার্টি ‘যুব স্বাভিমান সমাবেশ র‌্যালি’ করেছিল কলকাতা মেয়ো রোডে। অভিযোগ, সেই অনুষ্ঠান থেকে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কটাক্ষ করেন শাহ। অভিযোগ, সেই সভায় শাহ বলেছিলেন, “… নারদা, সারদা, রোজভ্যালি, সিন্ডিকেট দুর্নীতি। ভাইপোর দুর্নীতি। দুর্নীতির সিরিজ নিয়ে এগিয়ে চলেছেন মমতাজী…।” পাশাপাশি অভিযোগ, শাহ সেদিন বলেছিলেন “নরেন্দ্র মোদী ৩,৫৯,০০০ কোটি টাকা দিয়েছেন, সেটা কোথায় গেল? গ্রাম বাংলার মানুষের কাছে কি টাকা পৌঁছেছে? কোথায় গেল? সেটা কি ভাইপো এবং সিন্ডিকেটকে উপহার দিয়ে দিয়েছেন।”

আরও পড়ুন: জাকিরের উপর কি আইইডি হামলা? নিরাপত্তা নিয়ে কী বলছে রেল

এরপরই ২০১৮ সালের ২৮ অগাস্ট ফৌজদারি মামলা দায়ের করা হয় অমিত শাহর নামে। এদিন সাংসদ, বিধায়কদের বিশেষ আদালত অমিত শাহকে ২২ ফেব্রুয়ারি আদালতে হাজির হওয়ার জন্য সমন পাঠায়। এর আগেও এ ধরনের একটি সমন পাঠানো হয়েছিল শাহকে। সশরীরে হাজির হতে বলা হয়েছিল। সে সময় আইনজীবী এসে বিষয়টি সামাল দেন।