Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek Banerjee: ‘মদন মিত্রদের বলা হয়েছিল, অভিষেকের নাম নাও ছেড়ে দেব’, বিস্ফোরক তৃণমূল ‘সেনাপতি’

Abhishek Banerjee: অভিষেক বললেন, 'আমরা একাধিক নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। মানুষের কাছে যখন যাবেন মাথা উঁচু করে বুক ঠুকে তৃণমূল কংগ্রেস কর্মী হিসাবে যাবেন।'

Abhishek Banerjee: 'মদন মিত্রদের বলা হয়েছিল, অভিষেকের নাম নাও ছেড়ে দেব', বিস্ফোরক তৃণমূল 'সেনাপতি'
অভিষেক বন্দ্যোপাধ্যায়
Follow Us:
| Edited By: | Updated on: Mar 29, 2023 | 10:06 PM

কলকাতা: শহিদ মিনারে তৃণমূলের (TMC) ছাত্র-যুব সমাবেশে সবার নজর ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) দিকে। সমাবেশের মূল বক্তা তিনি। রাজ্যে যখন নিয়োগ দুর্নীতির অভিযোগে একাধিক যুব নেতার নাম জড়াচ্ছে, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নতুন প্রজন্মের কাছে কী বার্তা দেন, সেই অপেক্ষাতেই ছিল রাজনৈতিক মহল। সমাবেশ থেকে নেতাদের গ্রেফতারি প্রসঙ্গে মুখও খুললেন তৃণমূলের ‘সেনাপতি’। বললেন, ‘আমরা একাধিক নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। মানুষের কাছে যখন যাবেন মাথা উঁচু করে বুক ঠুকে তৃণমূল কংগ্রেস কর্মী হিসাবে যাবেন। পার্থ চট্টোপাধ্যায়কে ৬ দিনের মাথায় সাসপেন্ড করেছি, মন্ত্রিসভা থেকে অব্যহতি দেওয়া হয়েছে।’

প্রসঙ্গত কয়লা কেলেঙ্কারি মামলায় ইডি একাধিকবার তলব করছে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। দিল্লির অফিসে ডেকে পাঠানো হয়েছিল অভিষেককে। জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে অভিষেক-পত্নীকেও। কেন্দ্রীয় সংস্থার তলব নিয়ে বিরোধী শিবির থেকে বার বার আক্রমণ করা হয়েছে অভিষেককে। সেই নিয়েও এদিন বিরোধীদের উদ্দেশে পাল্টা দিলেন অভিষেক। বললেন, ‘ভাইপো এই করেছি, ভাইপো ওই করেছি, তিন বছর হয়ে গেল, এখনও মুখ দিয়ে অভিষেক নামটা বের হয়নি।’ এরপর আরও বিস্ফোরক অভিষেক। এবার নিশানা সরাসরি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বললেন, ‘মদন মিত্রদের বলা হয়েছিল, অভিষেকের নাম নাও ছেড়ে দেব। আমার যদি কোথাও যোগসাজশ থাকে, যদি প্রমাণ করতে পারে, তাহলে আমি বলে দিলাম, এখানেই মৃত্যু বরণ করব।’

উল্লেখ্য এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্য়ায় বার বার নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছিলেন। চ্যালেঞ্জ জানিয়ে বলেছিলেন, ‘আমার সঙ্গে বিন্দুমাত্র কোনও যোগসাজস যদি এই কেলেঙ্কারিতে প্রতিষ্ঠিত করতে পারে, যদি দেখাতে পারে পাঁচ পয়সা এখান থেকে আমি নিয়েছি… তাহলে আমার পিছনে ইডি বা সিবিআই লাগানোর দরকার নেই। একটি ফাঁসির মঞ্চ তৈরি করবেন। সেখানে গিয়ে মৃত্যুবরণ করব।’

শহিদ মিনার ময়দান থেকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের আজকের মন্তব্য নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া জানার চেষ্টা করা হলে, তিনি অভিষেকের বক্তব্যে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি।