Abhishek Banerjee: দিল্লিতে কী কী কর্মসূচি, বাংলাতেই বা কী হবে, ঘোষণা অভিষেকের
Abhishek Banerjee: শনিবার দুপুরে ভার্চুয়াল সভা করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বলেন, "বাংলার মানুষ তাঁদের অধিকার পাবে, আমি কথা দিচ্ছি।"

কলকাতা: দিল্লি অভিযানের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। আগামী ২ অক্টোবর ও ৩ অক্টোবর দিল্লিতে মহা-কর্মসূচি। দলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় যার পুরোভাগে থাকবেন। যাচ্ছেন বিধায়ক, সাংসদরাও। এই দু’দিনের কর্মসূচি কী কী শনিবার তা জানিয়ে দিলেন অভিষেক। এদিন দুপুরে দলের নেতা, কর্মীদের ভার্চুয়াল বার্তা দেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ‘ফাইট ফর রাইট’ নাম দেওয়া হয়েছে এই কর্মসূচির। অভিষেক বলেন, “বাংলার মানুষ তাঁদের অধিকার পাবে, আমি কথা দিচ্ছি।” এই দু’দিন দিল্লিতে কী কী কর্মসূচি হবে, আর বাংলাতেই বা কী করবেন নেতারা, তাও স্পষ্ট করে দেন তিনি।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ” ২ তারিখ আমরা ঘণ্টা দু’য়েক শান্তিপূর্ণভাবে রাজঘাটে বসব। রাজ্য সরকারের মন্ত্রী, সাংসদরা থাকবেন সেখানে। আমরা যখন রাজঘাটে বসব, পঞ্চায়েতের প্রধানরা গান্ধীজীর মূর্তিতে মাল্যদান করবেন, শ্রদ্ধা জানাবেন। পারলে একটা মোমবাতি জ্বালাবেন। বিকেলে চাইলে শান্তিপূর্ণভাবে মোমবাতি মিছিলও করতে পারেন।” বাংলার মানুষের প্রতি সমর্থন জানাতে এই মিছিল বলেই জানান অভিষেক।
“Walking in the footsteps of Gandhiji, we stand resolute in our fight for justice against the oppressive @BJP4India Govt.” -Shri @abhishekaitc
🗓️2nd Oct: Peaceful Rally at Rajghat by MPs and MLAs; Homage to Mahatma Gandhi on His Birth Anniversary
🗓️3rd Oct: Protest Gathering… pic.twitter.com/o2tGJXhH0m
— All India Trinamool Congress (@AITCofficial) September 30, 2023
৩ তারিখ দিল্লির যন্তর মন্তরে একত্রিত হয়ে একটি সভা করবেন তাঁরা। সকাল ১১টায় এই কর্মসূচি হবে। তা বাংলার প্রতিটা পঞ্চায়েত এলাকায় সরাসরি দেখানো হবে। পঞ্চায়েত প্রধান বা অঞ্চল সভাপতিরা তার দায়িত্বে থাকবেন। অভিষেক বলেন, ” ৩ তারিখ প্রতিবাদ সভা করব যন্তর মন্তরে। আমরা রামলীলা ময়দান চেয়েছিলাম ১ লক্ষ মানুষ যাতে থাকতে পারেন, চারদিনের জন্য চেয়েছিলাম দেয়নি। যেখানে অবস্থান বিক্ষোভ করতে চেয়েছি অনুমতি দেয়নি। তবে প্রতিবাদ সভা হবে। আগামিদিন এই লড়াইয়ের দিক নির্দেশিকা দিল্লির মাটি থেকেই ঘোষণা করব।”
