e

কলকাতা: অঙ্গ হয়েছে, কলিঙ্গ হয়েছে আর এবার পালা বঙ্গের। সামনের নির্বাচনে বিজেপিকে নিয়ে আসতেই এই বাংলায়, নয়ত সোনার বাংলা গড়ে তোলা সম্ভব নয়। আর এই কাজে কর্মীদের ঝাঁপিয়ে পড়তে হবে। কর্মীদের সজাগ থাকার বার্তা দিয়েছেন তিনি। এবার অমিত শাহের এই সংক্রান্ত বক্তব্যের পাল্টা মন্তব্য করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিষেকের দাবি, নিজেদের কর্মী সমর্থকদের উৎসাহিত করতেই এমন ধরনের বার্তা দেওয়া হচ্ছে। বাস্তবে জিতবে তৃণমূলই। গত লোকসভা ভোটের উদাহরণ টেনে এই মন্তব্য করেছেন তিনি। তৃণমূল সাংসদ বলেন, “অনেক এক্সটি পোলেই দেখেছি বিজেপিকে ৪২ এর মধ্যে ৩২ সিট বিজেপিকে দেওয়া হয়েছিল। অথচ ব্যালট বক্স খোলার সময় দেখা গেল পুরো অন্য রেজাল্ট। বাজি পাল্টে গেল। কর্মীদের মোটিভেট করার জন্য এটা পদ্ধতি। উনি করতে থাকুন। তবে, আমি বলছি যা ইচ্ছা করুন বাংলায় তৃণমূলকে দুর্বল করা সম্ভব নয়।”
অমিত শাহ কী বলেছিলেন?
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “একুশ রাজ্যে বিজেপি ক্ষমতায় থাকলেও নরেন্দ্র মোদী সন্তুষ্ট নন। ওঁর মুখে হাসি সেইদিন আসবে যেদিন বাংলায় ভারতীয় জনতা পার্টির সরকার স্বপ্নের সোনার বাংলা বানাবে। আজ থেকে কাউন্টিং পর্যন্ত ঘুমোবেন না। প্রতিটা মুহূর্ত দলকে দিন।“