Sonali Khatun: চলতি সপ্তাহেই সোনালির সঙ্গে দেখা করতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Abhishek Banerjee: প্রসঙ্গত, এই সোনালিকেই বাংলাদেশে পুশব্যাক করেছিল BSF। অন্তঃসত্ত্বা সোনালিকে থাকতে হয়েছিল বাংলাদেশের জেলে। তবে প্রথম থেকেই সরব হয়েছিল তৃণমূল। সুপ্রিম কোর্টে যায় এ রাজ্যের শাসকদল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তও জানিয়েছিলেন, কখনও কখনও মানবিকতার খাতিরে নমনীয়তা দেখানো উচিত।

Sonali Khatun: চলতি সপ্তাহেই সোনালির সঙ্গে দেখা করতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
সোনালি বিবির সঙ্গে সাক্ষাৎ করতে পারেন অভিষেক Image Credit source: Tv9 Bangla

Dec 17, 2025 | 2:36 PM

সৌরভ গুহ ও হিমাদ্রী মণ্ডলের রিপোর্ট

কলকাতা: সোনালি খাতুনের সঙ্গে দেখা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। জানা যাচ্ছে, চলতি সপ্তাহেই কালীঘাটে হতে পারে দু’জনের সাক্ষাৎ। সূত্রের খবর, আগামী ১৯ ডিসেম্বর বা ২০ ডিসেম্বর তারিখে হতে পারে তাঁদের দেখা।

এ দিকে জানা যাচ্ছে, বাংলাদেশ থেকে ফেরার পর অসুস্থ হয়ে পড়েছেন সোনালি বিবি। তাঁকে ফের একবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। পেটে ব্যথা নিয়ে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ফের ভর্তি হয়েছেন তিনি। স্পেশাল অবজারভেশনে রাখা হয়েছে সোনালিকে। পরিবার ছাড়া কারও সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না এই মুহূর্তে।

প্রসঙ্গত, এই সোনালিকেই বাংলাদেশে পুশব্যাক করেছিল BSF। অন্তঃসত্ত্বা সোনালিকে থাকতে হয়েছিল বাংলাদেশের জেলে। তবে প্রথম থেকেই সরব হয়েছিল তৃণমূল। সুপ্রিম কোর্টে যায় এ রাজ্যের শাসকদল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তও জানিয়েছিলেন, কখনও কখনও মানবিকতার খাতিরে নমনীয়তা দেখানো উচিত। কেন্দ্রীয় সরকারকে সোনালি ও তাঁর সন্তানের ফেরার জন্য যাবতীয় প্রয়োজনীয় ব্যবস্থা করতে বলা হয়। সোনালি খাতুনকে বাংলাদেশে পুশব্য়াকের সিদ্ধান্তের ভর্ৎসনা করে শীর্ষ আদালত তাঁর নাগরিকত্ব নিয়েও প্রশ্ন তোলে। শীর্ষ আদালত প্রশ্ন করে যে যদি সোনালির বাবা ভারতীয় হন এবং তাঁকে বাংলাদেশে পাঠানো না হয়, তাহলে কীসের ভিত্তিতে সোনালিকে বাংলাদেশি তকমা দেওয়া হল, তা জানতে চাওয়া হয়। যেহেতু সোনালির বাবা ভারতীয়, তাই সোনালিও ভারতীয়। এরপর ভারতে ফিরে আসেন সোনালি। এর আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তিনি সোনালি খাতুনের সঙ্গে দেখা করবেন। তেমনটাই হতে চলেছে বলে মনে করা হচ্ছে।