কলকাতা : কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সিঙ্গল বেঞ্চের রায় ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন অভিষেক। শুক্রবারই শুনানির আশ্বাস দেওয়া হয়েছে। শুধুমাত্র অভিষেক নয়, নিয়োগ দুর্নীতির অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষও মামলা করছেন ডিভিশন বেঞ্চে। অভিষেক ও কুন্তলকে ২৫ লক্ষ টাকা করে মোট ৫০ লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে।
এই মামলায় বিচারপতি অমৃতা সিনহা আগেই প্রশ্ন করেছিলেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তদন্তে সহযোগিতা করতে সমস্যা কোথায়? তাঁর বক্তব্য ছিল, যে কাউকে জিজ্ঞাসাবাদ করতেই পারে তদন্তকারী সংস্থা। এতে কোনও অসুবিধা থাকার কথা নয়। অভিষেকের আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায়কে তিনি আরও বলেছিলেন, ‘তদন্তের সময় একাধিক ব্যক্তির নাম আসতেই পারে। এতে একজনের নাম এলে তিনি সহযোগিতা কেন করবেন না? একটু বেশি আশঙ্কায় ভুগছেন?’ আর বৃহস্পতিবার সেই মামলায় বিচারপতি নির্দেশ দিয়েছেন, অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি বা সিবিআই।
অভিষেকের নাম বলতে চাপ দিচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই মর্মে অভিযোগ জানিয়ে নিম্ন আদালতে একটি চিঠি দিয়েছিলেন নিয়োগ দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষ। সেই সঙ্গে হেস্টিংস থানায় অভিযোগও দায়ের করেছিলেন। সেই মামলা হাইকোর্টে গড়ালে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে জিজ্ঞাসাবাদ করতে পারে কেন্দ্রীয় সংস্থা। সিঙ্গল বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। শীর্ষ আদালতের নির্দেশে বেঞ্চ বদল হলেও রায় বহাল থাকল রায়। বিচারপতি অমৃতা সিনহার রায়, সিবিআই ও ইডি অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে। সেই রায়কেই চ্যালেঞ্জ করলেন অভিষেক।