AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC Election Campaign: বালিগঞ্জে রোড শো করবেন অভিষেক, উপনির্বাচনের আসরে নামতে পারেন মমতাও

Abhishek Banerjee: ৭ এপ্রিল বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে বাবুল সুপ্রিয়র হয়ে নির্বাচনী প্রচার করবেন অভিষেক। এর পরের সপ্তাহেই আবার আসানসোলে তৃণমূলের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহার হয়ে প্রচারে ঝাঁপাবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

TMC Election Campaign: বালিগঞ্জে রোড শো করবেন অভিষেক, উপনির্বাচনের আসরে নামতে পারেন মমতাও
উপনির্বাচনের প্রচারে নামছেন অভিষেক, আসরে নামতে পারেন মমতাও
| Edited By: | Updated on: Apr 01, 2022 | 10:14 PM
Share

কলকাতা : এবার উপনির্বাচনের প্রচারে নামছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৭ এপ্রিল বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে বাবুল সুপ্রিয়র হয়ে নির্বাচনী প্রচার করবেন অভিষেক। এর পরের সপ্তাহেই আবার আসানসোলে তৃণমূলের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহার হয়ে প্রচারে ঝাঁপাবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দলীয় সূত্র মারফত খবর, ৭ এপ্রিল দলীয় প্রার্থী বাবুল সুপ্রিয়র সমর্থনে বালিগঞ্জে রোড শো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ সময়ের ব্যবধানে তিনি কলকাতায় তৃণমূলের কোনও কর্মসূচিতে যোগ দেবেন। এর পরের সপ্তাহে আসানসোলেও যাওয়ার কথা রয়েছে অভিষেকের। যদিও তার দিনক্ষণ এখনও পর্যন্ত স্থির হয়নি। এর পাশাপাশি জল্পনা ছড়িয়েছে, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) আসানসোলের নির্বাচনী প্রচারে নামতে পারেন। তবে এই নিয়ে এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনও সূচি তৈরি হয়নি।

বালিগঞ্জে তৃণমূলের টিকিটে প্রার্থী হয়েছেল বাবুল সুপ্রিয়। কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে তাঁর নাম বাদ যাওয়ার পরেই বিজেপি ছাড়েন বাবুল। সেই সঙ্গে ছাড়েন সাংসদ পদও এবং যোগ দেন তৃণমূল কংগ্রেসে। এদিকে সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণের কারণে, বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে ১২ এপ্রিল। ওই উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী করেছেন বাবুল সুপ্রিয়কে। বাবুল সুপ্রিয়র সম্প্রতি এক অনুষ্ঠানে ফেজটুপি পরা ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তা নিয়ে বিরোধীদের বিভিন্ন কটাক্ষও হজম করতে হয়েছিল বাবুলকে। এই পরিস্থিতিতে বাবুলের সমর্থনে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচারে নামলে বালিগঞ্জের তৃণমূল প্রার্থী কিছুটা অক্সিজেন পাবেন বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এদিকে বাবুল বিজেপিতে থাকাকালীন ছিলেন আসানসোলের সাংসদ। এখন সাংসদ পদ ছেড়ে দেওয়ায় ওই লোকসভা কেন্দ্রেও উপনির্বাচনের প্রয়োজন হয়ে পড়ে। ১২ এপ্রিল আসানসোল লোকসভা কেন্দ্রেও উপনির্বাচন রয়েছে। সেখানে আবার তৃণমূল প্রার্থী করেছে অভিনেতা শত্রুঘ্ন সিনহা। শত্রুঘ্ন সিনহাকে নিয়েও তৃণমূল শিবিরের উপর চাপ তৈরি করছে বিরোধীরা। অতীতে বিধানসভা নির্বাচনের সময় তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ই বহিরাগত ইস্যুতে সরব হয়েছিলেন। এখন আসানসোল লোকসভা থেকে সেই বাইরের রাজ্যের থেকে লোক এনে এই রাজ্যের প্রার্থী করছে তৃণমূল। বিজেপি এই নিয়ে একাধিক বার আক্রমণ শানিয়েছে রাজ্যের শাসক শিবিরকে। এই পরিস্থিতিতে অভিষেক বা মমতা আসানসোলের প্রার্থীর হয়ে ব্যাট ধরলে, তাতে আসানসোলের ময়দানে তৃণমূলের মাথার উপর থেকে চাপ অনেকটা কমাবে বলে মনে করেছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন : Biman Banerjee: বিধায়কদের সাসপেনশন ঘিরে ফের সংঘাত? বিধানসভায় চিঠি রাজ্যপালের