Abhishek Banerjee on Mahua Moitra: মহুয়ার পাশে দাঁড়াতে গিয়ে নিজের লড়াইয়ের কাহিনি বললেন অভিষেক

Abhishek Banerjee on Mahua Moitra:আজ উত্তরবঙ্গ উড়ে যাওয়ার আগে মহুয়া ইস্যুতে বলতে গিয়ে অভিষেক ফের অভিযোগ করেন কীভাবে ইডি-সিবিআইকে কাজে লাগিয়ে বিজেপি বারংবার তাঁকে হেনস্থা করেছে। তৃণমূল সেনাপতি বলেছেন, "আমাকে, আমার স্ত্রী-মা-বাবা-সকলকে ইডি সিবিআই দিয়ে হেনস্থা করা হয়েছে। নব জোয়ার যাত্রার সময়ও হেনস্থা করা হয়েছে। আমি ও স্ত্রী দু'জন মিলে বিগত তিন বছরে বারো বার ইডি-সিবিআই এর কাছে উপস্থিত হয়েছি।"

Abhishek Banerjee on Mahua Moitra: মহুয়ার পাশে দাঁড়াতে গিয়ে নিজের লড়াইয়ের কাহিনি বললেন অভিষেক
মহুয়া প্রসঙ্গে অভিষেকImage Credit source: GFX- TV9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 04, 2023 | 4:32 PM

কলকাতা: টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ উঠেছে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে। লোকসভার এথিক্স কমিটি অভিযোগ খতিয়ে দেখে এবং দুই পক্ষের বক্তব্য শোনার পর তৃণমূল সাংসদের লোকসভার সদস্য পদ খারিজের প্রস্তাব দিয়েছে। তবে দল যে মহুয়ার সঙ্গে রয়েছে তা আগেই স্পষ্ট করেছে তৃণমূল। এ দিন মহুয়া ইস্যুতে মুখ খোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংসদের পাশে দাঁড়িয়ে লড়াইয়েরও বার্তা দিয়েছেন তিনি। দল যে তাঁর পাশে রয়েছে,আরেকবার সেটা স্পষ্ট করে দিলেন তিনি। সঙ্গে নিজের লড়াইয়ের উদাহরণ টেনে বললেন, মহুয়া সাবলম্বী নিজের লড়াই নিজে লড়তে পারবেন।

আজ উত্তরবঙ্গ উড়ে যাওয়ার আগে মহুয়া ইস্যুতে বলতে গিয়ে অভিষেক ফের অভিযোগ করেন কীভাবে ইডি-সিবিআইকে কাজে লাগিয়ে বিজেপি বারংবার তাঁকে হেনস্থা করেছে। তৃণমূল সেনাপতি বলেছেন, “আমাকে, আমার স্ত্রী-মা-বাবা-সকলকে ইডি, সিবিআই দিয়ে হেনস্থা করা হয়েছে। নব জোয়ার যাত্রার সময়ও হেনস্থা করা হয়েছে। আমি ও স্ত্রী দু’জন মিলে বিগত তিন বছরে বারো বার ইডি-সিবিআই এর কাছে উপস্থিত হয়েছি।”

সম্প্রতি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের একটি সমাবেশ থেকে মহুয়া মৈত্রের পাশে দাঁড়িয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, “বিজেপি-র প্ল্যান মহুয়াকে তাড়ানো।” আজই আবার মহুয়া মৈত্রর সাংসদ পদ খারিজ হবে কি না সেই বিষয়ে পার্লামেন্টে জল্পনা যখন তুঙ্গে সেই সময় অভিষেক মহুয়ার পাশে দাঁড়িয়ে বলেছেন, “মহুয়া নিজের লড়াই নিজে লড়তে পারবেন। দল অবশ্যই তাঁর সঙ্গে আছে।”