Abhishek Banerjee on Durgapur: বিল যেন ‘হিমঘরে’! দুর্গাপুর-কাণ্ডের মাধ্যমেই ‘অপরাজিতা বিলের’ কথা মনে করালেন অভিষেক

Durgapur Gang Physical Assault: এই ঘটনায় অত্যন্ত মর্মাহত ডায়মণ্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে তিনি লেখেন, 'এই ধরণের নৃশংস অপরাধের জন্য প্রয়োজন কঠোর আইন। কিন্তু সেই দায়িত্ব থেকে নরেন্দ্র মোদী সরকার হাত গুটিয়ে নিয়েছে। অপরাজিতা বিল বিধানসভা থেকে পাশ হয়ে এক বছরের বেশি সময় কেটে গেলেও, তা এখনও আইনে পরিণত হল না। এটা রাজনৈতিক উদ্দেশ্যেপ্রণোদিত নয় তো কি?'

Abhishek Banerjee on Durgapur: বিল যেন হিমঘরে! দুর্গাপুর-কাণ্ডের মাধ্যমেই অপরাজিতা বিলের কথা মনে করালেন অভিষেক
অভিষেক বন্দ্যোপাধ্যায়Image Credit source: PTI

| Edited By: Avra Chattopadhyay

Oct 11, 2025 | 11:36 PM

কলকাতা: ‘হিমঘরে’ অপরাজিতা বিল, তৃণমূলের অন্দরে কান রাখলে শোনা যায় সেই অভিযোগের অণুরণন। রাজ্য সরকার বিধানসভা থেকে এই বিল পাশ করিয়ে দিলেও তা নিয়ে যেন একেবারে ‘নিরুত্তাপ’ রাষ্ট্রপতি, এমনটাই অভিযোগ। অবশ্য সেই দায়ও কেন্দ্রের দিকেই ঠেলেছে রাজ্যের শাসকশিবির। শনিবার দুর্গাপুরের গণধর্ষণের ঘটনায় যখন সরগরম হয়ে উঠল রাজ্যে রাজনীতি। সেই আবহে অপরাজিতা বিলের কথাই মনে করালেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।

কী ঘটেছে?

পড়াশোনা সূত্রে রাজ্য়ে এসে গণধর্ষণের শিকার ওড়িশার জলেশ্বরের বাসিন্দা। দুর্গাপুরের একটি বেসরকারি মেডিক্যাল কলেজে দ্বিতীয় বর্ষে ডাক্তারি পড়ুয়া নির্যাতিতা। শুক্রবার সন্ধ্যা সহপাঠীর সঙ্গে খাবার খেতে বেরিয়ে পৈশাচিক মুহুর্তের সম্মুখীন হন তিনি। বিপদ বুঝে পাশ থেকে সরে যান সেই সহপাঠীও, এমনটাই অভিযোগ। আর এই সুযোগেই একদল যুবক টেনেহিঁচড়ে জঙ্গলে নিয়ে যায় ওই ডাক্তারি পড়ুয়াকে। তারপর ‘গণধর্ষণ’। এখনও অধরা অভিযুক্তরা। আটক করা হয়েছে সহপাঠীকে।

অপরাজিতা বিল নিয়ে সরব অভিষেক

এই ঘটনায় অত্যন্ত মর্মাহত ডায়মণ্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে তিনি লেখেন, ‘এই ধরণের নৃশংস অপরাধের জন্য প্রয়োজন কঠোর আইন। কিন্তু সেই দায়িত্ব থেকে নরেন্দ্র মোদী সরকার হাত গুটিয়ে নিয়েছে। অপরাজিতা বিল বিধানসভা থেকে পাশ হয়ে এক বছরের বেশি সময় কেটে গেলেও, তা এখনও আইনে পরিণত হল না। এটা রাজনৈতিক উদ্দেশ্যেপ্রণোদিত নয় তো কি?’

অভিষেকের মতে, বিজেপি সংস্কারের কথা ভুলে গিয়েছে। মুখে নারী সুরক্ষা নিয়ে বড় বড় দাবি করলেও, বাস্তবে তার কোনও প্রতিফলন নেই বলেই গেরুয়া শিবিরের দিকে তোপ দেগেছেন তিনি।

কী বলছে রাজ্য পুলিশ?

শুক্রবারের এই গণধর্ষণের ঘটনায় এফআইআর দায়ের হলেও, এখনও কোনও অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অধরাই রয়েছে তাঁরা। অবশ্য, নির্যাতিতার সহপাঠীকে আটক করে চলছে জিজ্ঞাসাবাদ। আর এই আবহে নিজেদের এক্স হ্য়ান্ডেলে রাজ্য পুলিশ জানিয়েছে, জিরো টলারেন্স নীতিতেই বিশ্বাসী তাঁরা। মেয়েদের বিরুদ্ধে কোনও রকম অন্যায় সহ্য করে না বাংলার পুলিশ। পাশাপাশি, এই ঘটনায় বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে সাধারণ মানুষকে বিরত থাকার বার্তা দিয়েছে পুলিশ-প্রশাসন।