অসুস্থ মা’কে দেখতে এসএসকেএম-এ অভিষেক, কেমন আছেন লতাদেবী?

অসুস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) মা। তাঁকে দেখতে মঙ্গলবার বিকেলে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক

অসুস্থ মাকে দেখতে এসএসকেএম-এ অভিষেক, কেমন আছেন লতাদেবী?
ফাইল ছবি

|

Jun 15, 2021 | 11:27 PM

কলকাতা: অসুস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) মা। তাঁকে দেখতে মঙ্গলবার বিকেলে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সকালেই এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয় অভিষেকের মা-কে।

সূত্রের খবর, হাঁটুর কোনও সমস্যায় হাসপাতালে ভর্তি করা হয় ডায়মন্ড হারবার সাংসদের মা। তবে ঠিক কী কারণে তিনি হাসপাতালে চিকিৎসাধীন তা নিয়ে মুখ খুলতে নারাজ চিকিৎসক থেকে হাসপাতাল কর্তৃপক্ষ। সূত্রের দাবি, ফিজিক্যাল মেডিসিন ও রিহ‍্যাবিলিটেশন বিভাগীয় প্রধান রাজেশ প্রামাণিক-সহ আরও কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন মুখ্যমন্ত্রীর ভাইয়ের স্ত্রী লতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: ‘রাজ্যপালের অভিযোগ মনগড়া, সত্যের সঙ্গে সম্পর্ক নেই’, রাজভবনকে পালটা টুইট-তোপ রাজ্যের 

জানা গিয়েছে, এদিন প্রায় ১৫ মিনিট হাসপাতালে ছিলেন অভিষেক। সূত্রের খবর, ভাল আছেন অভিষেকের মা।