Abhishek Banerjee: ডায়মন্ড হারবার ছেড়ে শুভেন্দু ‘গড়’? ‘ওটা সুকান্তর সুপ্ত বাসনা’, বললেন অভিষেক
Abhishek Banerjee on Sukanta Majumdar: রাজনৈতিক কারবারীদের মতে, শুধুই সুকান্ত নন, সাম্প্রতিক অতীতে বিজেপির অন্দর থেকে অনেকেই এই জল্পনাকে উস্কে দিয়েছেন। সুকান্ত সেই তালিকায় 'উল্লেখযোগ্য' ব্যক্তিত্ব মাত্র। অবশ্য বিজেপি সাংসদের এই সমস্ত দাবিকেই নস্যাৎ করেছেন অভিষেক। সোমবার 'সেবাশ্রয় ২'-এর উদ্বোধনে এসে তিনি বলেন, 'ওটা হয়তো সুকান্তবাবুর মনের সুপ্ত বাসনা।

কলকাতা: নন্দীগ্রাম থেকে দাঁড়াবেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড? রবিবার রাজনীতির অলিগলিতে এই জল্পনাই ছড়িয়ে দিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বালুরঘাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘ওঁর তো উপমুখ্যমন্ত্রী হওয়ার খুব শখ। আমার কাছে খবর রয়েছে, এবার নন্দীগ্রামের আসনে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়াবেন। সেই জন্য়ই তো নিজের পছন্দের অফিসারদের ওই জেলাতে বদলি করেছেন তিনি।’
রাজনৈতিক কারবারীদের মতে, শুধুই সুকান্ত নন, সাম্প্রতিক অতীতে বিজেপির অন্দর থেকে অনেকেই এই জল্পনাকে উস্কে দিয়েছেন। সুকান্ত সেই তালিকায় ‘উল্লেখযোগ্য’ ব্যক্তিত্ব মাত্র। অবশ্য বিজেপি সাংসদের এই সমস্ত দাবিকেই নস্যাৎ করেছেন অভিষেক। সোমবার ‘সেবাশ্রয় ২’-এর উদ্বোধনে এসে তিনি বলেন, ‘ওটা হয়তো সুকান্তবাবুর মনের সুপ্ত বাসনা। তৃণমূলের অভ্য়ন্তরীণ বিষয়টা তৃণমূলের উপর ছেড়ে দেওয়া হোক। দল আমায় যদি বলে নন্দীগ্রাম থেকে দাঁড়াতে, আমি দাঁড়াব। যদি বলে দার্জিলিং থেকে দাঁড়াতে, আমি সেখানেই দাঁড়াব। আর সুকান্ত মজুমদার নিজে যদি ওত পারদর্শী হতেন, তা হলে ৮ হাজার ভোটে জিততে হত না।’
এসআইআর নিয়েও আত্মবিশ্বাসী অভিষেক বন্দ্য়োপাধ্যায়। বাংলায় ভোটার তালিকার নিবিড় পরিমার্জনকে তৃণমূলের ‘জয়’ বলেই উল্লেখ করেছেন তিনি। এদিন ডায়মন্ড হারবার সাংসদ বলেন, ‘যাঁরা বলছেন, SIR হলে তৃণমূলকে পাওয়া যাবে না, দেখা যাবে না। আমি বলছি, তৃণমূলের ভোট শতাংশও বাড়বে, আসন সংখ্যাও বাড়বে।’ পাশাপাশি, বিজেপির দিকেও তোপ দেগেছেন তিনি। বাংলার আসন্ন ভোটে বিজেপির ‘ল্যাজে-গোবরে’ অবস্থা হবে বলেই দাবি তাঁর। অভিষেকের কথায়, ‘বাংলা এবার বিজেপিকে একুশের থেকে বেশি শিক্ষা দেবে। তৃণমূলের আসন বৃদ্ধি পাবে। আর এটা যদি হয়, তা হলে ওদের বাংলার বকেয়া মেটাতেই হবে। ক্ষমতা থাকলে বিজেপি আমার এই চ্যালেঞ্জ গ্রহণ করুক।’
