Abhishek Banerjee: সুপ্রিম-‘জয়ের’ পর সিইও দফতরে গেল মেইল! সময় চাইল তৃণমূল

Abhishek Banerjee on SIR: গত ৩১ ডিসেম্বর দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার, জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করেছিলেন অভিষেক। সঙ্গে ছিল তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধি দল। সেই সাক্ষাতের পরেই 'লজিক্যাল ডিসক্রিপেন্সির' নামে মানুষকে হেনস্থা করা হচ্ছে বলে কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন।

Abhishek Banerjee: সুপ্রিম-জয়ের পর সিইও দফতরে গেল মেইল! সময় চাইল তৃণমূল
বাঁদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডানদিকে সিইও মনোজ আগরওয়াল Image Credit source: সংগৃহিত (Social Media)

| Edited By: Avra Chattopadhyay

Jan 20, 2026 | 9:33 AM

কলকাতা: আগামী ২৭ জানুয়ারি বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও দফতরে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। ১০ সদস্যের একটি প্রতিনিধি দলকে নিয়েই সিইও মনোজ আগরওয়ালের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। সোমবার সুপ্রিম কোর্টে এসআইআর মামলার বড় জয়ের পর সিইও দফতরে সময় চেয়ে আবেদন-মেইল পাঠিয়েছে তৃণমূল।

কিন্তু আচমকা এই মেইলের কারণ কী? সিইও-র সঙ্গে কী নিয়ে আলোচনা করতে চান অভিষেক? সংশ্লিষ্ট মেইলে সেই সংক্রান্ত কিছু স্পষ্ট করে লেখা নেই। শুধু বলা হয়েছে, কয়েকটি ‘গুরুত্বপূর্ণ বিষয়ে’ আলোচনার জন্যই সিইও দফতরে যেতে চলেছে অভিষেক নেতৃত্বাধীন প্রতিনিধি দল। সূত্রের খবর, বাংলার ভোটার তালিকার বিশেষ পরিমার্জনকে মাথায় রেখেই এই সাক্ষাতের আবেদন জানিয়েছে তৃণমূল।

গত ৩১ ডিসেম্বর দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার, জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করেছিলেন অভিষেক। সঙ্গে ছিল তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধি দল। সেই সাক্ষাতের পরেই ‘লজিক্যাল ডিসক্রিপেন্সির’ নামে মানুষকে হেনস্থা করা হচ্ছে বলে কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন। এমনকি, তারপরেই তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডকে বুথস্তরের এজেন্ট বা বিএলএ-২-দের শুনানি কেন্দ্রে থাকতে দেওয়ার দাবি তুলতে দেখা যায়।

সোমবার সেই দাবিতেই কার্যত গ্রিন সিগন্যাল দিয়েছে দেশের শীর্ষ আদালত। এসআইআর শুনানি পর্বে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন বেঞ্চের সাফ নির্দেশ, ভোটার চাইলে বিএলএ-২ দের নিয়ে যেতে পারবেন। তারপরই বারাসতের সভা থেকে সুর চড়িয়েছেন অভিষেক। তিনি বলেন, ‘দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তৃণমূলের দাবিকে মান্যতা দিয়ে বলেছেন লজিক্যাল ডিসক্রিপেন্সির লিস্ট রিলিজ করতে হবে। বিচারপতিরাও বলেছেন বিএলএ-২ রা হিয়ারিংয়ে থাকবে। এর সঙ্গে যাঁরা হিয়াংরিংয়ে যাচ্ছে তাদের রসিদ দিতে হবে।’

পাশাপাশি, বিজেপিকে আক্রমণ করে অভিষেক বলেন, ‘বিজেপির এসআইআরের খেলা শেষ। আমাদের মৌলিক অধিকার ভোটাধিকার যাঁরা কেড়ে নিতে চেয়েছে তাঁদের দুই গালে কষিয়ে থাপ্পড় মেরেছে দেশের সর্বোচ্চ আদালত। আজ কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাব, তৈরি থাকো।’