Abhishek Banerjee: ‘৪ জঙ্গি গেল কোথায়?’, পহেলগাঁও হত্যার ৫৫ দিন, কেন্দ্রের কাছে এক গুচ্ছ প্রশ্ন রাখলেন অভিষেক

Abhishek Banerjee: একবার তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিশানায় কেন্দ্র। সামাজিক মাধ্যমে কেন্দ্রের উদ্দেশে রাখলেন এক গুচ্ছ প্রশ্ন। যে প্রশ্নের উত্তর এখনও অধরা।

Abhishek Banerjee: ৪ জঙ্গি গেল কোথায়?, পহেলগাঁও হত্যার ৫৫ দিন, কেন্দ্রের কাছে এক গুচ্ছ প্রশ্ন রাখলেন অভিষেক
অভিষেক বন্দ্যোপাধ্যায়Image Credit source: x (Abhishek Banerjee)

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 16, 2025 | 12:10 PM

কলকাতা: ৫৫ দিন পার। কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলা। আরও একবার তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিশানায় কেন্দ্র। সামাজিক মাধ্যমে কেন্দ্রের উদ্দেশে রাখলেন এক গুচ্ছ প্রশ্ন। যে প্রশ্নের উত্তর এখনও অধরা।

প্রশ্ন ১,  পহেলগাঁওতে পর্যটকদের ওপর হামলার ঘটনায় জড়িত এখনও চার জঙ্গি কোথায়? ওই চার জঙ্গিকে নিয়ে কেন কোনও পরিস্কার তথ্য দিচ্ছে না কেন্দ্রীয় সরকার? এক্স মাধ্য়মে প্রশ্ন করলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

প্রশ্ন ২, চার সন্ত্রাসবাদী গেল কোথায় ? ওরা বেঁচে আছে না মরে গেল?

প্রশ্ন ৩, কীভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকল এই চার জঙ্গি? সীমান্তে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে অভিষেক।

প্রশ্ন ৪, পাক অধিকৃত জম্মু কাশ্মীরও বা কবে পুনরুদ্ধার করা হবে?

প্রশ্ন ৫. ভারত পাক যুদ্ধ বিরতি নিয়ে ট্রাম্পের দাবির কোনও জবাব কেন দেয়নি কেন্দ্রীয় সরকার?

প্রশ্ন ৬, প্রতিনিধি দল বিদেশ সফরে গিয়েছে। সন্ত্রাস বিরোধী লড়াইয়ে অন্যান্য দেশ ভারতকে কতটা সাহায্য করল? সে সম্পর্কের কেন্দ্রের কাছে উত্তর চেয়েছেন অভিষেক।


উল্লেখ্য, এর আগেও দিল্লিতে একটি বৈঠকে এই প্রশ্ন তুলেছিলেন অভিষেক। দেশের  প্রতিনিধিদল বিদেশসফরে গিয়েও পাকিস্তানের এই জঘন্য় কাজের নিন্দা করেছেন। দেশের স্বার্থে এককাট্টা হয়ে পাকিস্তানের বিরোধিতায় সরব থেকেছেন অভিষেক। এর আগেও অভিষেক সওয়াল করেছেন, ‘পাক অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধারের সময়’ বলে এসে গিয়েছে। সামাজিক মাধ্যমে পোস্ট করে তিনি দাবি করেন, ‘ওরা যে ভাষা বোঝে সেই ভাষায় সবক শেখানোর সময় এটা।’ পহেলগাঁও হত্যামামলার ৫৫ দিন পর আবারও সামাজিক মাধ্যমে সে প্রশ্ন আরও একবার তুললেন।