কলকাতা: দোলের পরই ডায়মন্ড হারবারে ভোটের প্রস্তুতি শুরু করবেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । সূত্রের খবর, প্রচারের আগেই তাই সাত বিধানসভা কেন্দ্রের নেতৃত্বের সঙ্গে ভোট প্রস্তুতি বৈঠক করবেন দলের সেকেন্ড ইন কমান্ড । আগামী ২৭,২৮ এবং ২৯ তারিখ আমতলায় সাত বিধানসভার নেতৃত্বের সঙ্গে আলাদা আলাদা করে বসবেন অভিষেক । ভোটের ব্লু প্রিন্ট ওই বৈঠক থেকেই নেওয়া হবে বলে মত ওয়াকিবহাল মহলের । ওই তিন দিন বেলা তিনটা থেকে হবে ধারাবাহিক বৈঠক । সূত্রের দাবি , ডায়মন্ড হারবারের ভোট প্রায় শেষ লগ্নে । তাই প্রচার কর্মসূচি ও সেই ভাবেই সাজানো হচ্ছে।
শুক্রবার অভিষেকের সভা রয়েছে কাটোয়ায়। জেলাওয়াড়ি সভা বেশ কিছুদিন আগে থেকেই শুরু করে দিয়েছেন অভিষেক। তাঁর নিজের কেন্দ্রে দোলের পরই প্রচার প্রস্তুতি শুরু করবেন বলে জানা গিয়েছে। তাঁর নিজের কেন্দ্রে তিন দিন আড়াই থেকে তিনশো নেতা কর্মীদের নিয়ে বৈঠক করবেন অভিষেক। মনে করা হচ্ছে, সেই সভাতেই তৈরি হবে ডায়মন্ড হারবারে মহারণে জিতবার ব্লু প্রিন্ট। আমতলা দলীয় কার্যালয়ে ২৭-২৯ মার্চের মধ্যেই হবে বৈঠক।
গত লোকসভা নির্বাচনেও ডায়মন্ডহারবারে ল্যান্ড স্লাইড ভিক্ট্রি পেয়েছিলেন অভিষেক। ৩ লক্ষ ২১ হাজারেরও বেশি ব্যবধানে জয়ী হয়েছিলেন তিনি। এবার সেই লক্ষ্যমাত্রা ৪ লক্ষ আগেই নির্ধারণ করেছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক। আর সেই জয়ের পথ মসৃণ করতে নিজের গড়ে কোনও স্ট্র্যাটেজি নির্ধারণ করেন অভিষেক, সেটারই জন্য মুখিয়ে রয়েছেন দলের কর্মী সমর্থকরা।