একুশের আগেই আড়ে বহরে বাড়ছে এবিভিপি, রাজ্যে সদস্য সংখ্যা বেড়ে এক লক্ষ!

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দক্ষিণবঙ্গে এই মুহূর্তে তাদের সদস্য সংখ্যা ৬৭ হাজার ৪৮২ এবং উত্তরবঙ্গে ৪৪ হাজার ৩৪৩। গতবছর গোটা রাজ্যের সদস্য সংখ্যা ছিল ৮২,০০০

একুশের আগেই আড়ে বহরে বাড়ছে এবিভিপি, রাজ্যে সদস্য সংখ্যা বেড়ে এক লক্ষ!
একুশের আগেই আড়ে বহরে বাড়ছে এবিভিপি, রাজ্যে সদস্য সংখ্যা বেড়ে এক লক্ষ!
Follow Us:
| Updated on: Dec 30, 2020 | 11:23 PM

কলকাতা: সন্তর্পণে বাড়ছে গেরুয়া ছাত্র শাখা (ABVP)। কোভিডকালেই লক্ষ ছাড়াল সদস্য সংখ্যা। নির্বাচনের আগেই বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে কলকাতাকে। জেলা হিসেবে কলকাতাকে তিনভাগে ভাগ করা হয়েছে। নতুন বছরের শুরু থেকেই জোরদার আন্দোলনের প্রস্তুতি চলছে।

নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক উত্তাপ বাড়ছে। তৃণমূল বনাম বিজেপির লড়াইয়ে রোজই নতুন নতুন মোড় নিচ্ছে। পিছিয়ে নেই গেরুয়া শিবিরের ছাত্র শাখাও। চলতি বছরের সদস্য নথিভুক্তি কার্যক্রম শেষ হয়েছে। কোভিডের কারণে এবার জোর দেওয়া হয়েছিল মূলত অনলাইন রেজিস্ট্রেশনে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দক্ষিণবঙ্গে এই মুহূর্তে তাদের সদস্য সংখ্যা ৬৭ হাজার ৪৮২ এবং উত্তরবঙ্গে ৪৪ হাজার ৩৪৩। গতবছর গোটা রাজ্যের সদস্য সংখ্যা ছিল ৮২,০০০। তা বছর ঘুরতেই বেড়ে হয়েছে ১ লক্ষ ১১ হাজার ৮২৫। অর্থাৎ প্রায় তিরিশ হাজার বেড়েছে এক ধাক্কায়। এই প্রসঙ্গে এবিভিপির রাষ্ট্রীয় সম্পাদক সপ্তর্ষি সরকার বলেন, ‘কোভিডের কারণে আমাদের অনলাইনে সদস্য সংগ্রহ করা হয়েছে। না হলে সদস্য সংখ্যা আরও বাড়ত।’

আরও পড়ুন: সৌমেন্দুর অপসারণে ‘অভিমানী’ দিব্যেন্দু, আর যাবেন না পুরসভার দফতরে

বিধানসভা নির্বাচনের আগেই লাগাতার পথে নেমে আন্দোলনের পরিকল্পনা করছে এবিভিপি। মূলত নজর দেওয়া হচ্ছে কলকাতার উপর। কাজের সুবিধার জন্য কলকাতাকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। উত্তর, দক্ষিণ এবং পূর্ব। নির্বাচনের আগে প্রতি ওয়ার্ডের দুজন করে কনভেনর থাকবে। কলকাতায় গতবারের নথিভুক্ত সদস্য ছিল ২৪৪৩। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, বীরভূমে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যদিও এসব নিয়ে বিশেষ আমল দিতে রাজি নয় তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘এদের তো মাঠে ময়দানে দেখা যায় না। রাতের অন্ধকারে অবশ্য মাঝেমধ্যে ফ্ল্যাগ লাগায় তবে সাধারণ ছাত্রছাত্রীদের সঙ্গে তাদের কোনও যোগাযোগ নেই। তারা তৃনমূল ছাত্র পরিষদকেই ভরসা করে।’

আরও পড়ুন: ভয়াবহ আগুন, দাউদাউ করে জ্বলছে পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়