কলকাতা: ভোরের শহরে দুঘটনায় প্রাণ হারালেন এক ফুটপাথবাসীর। কলকাতার কসবা এলাকায় দুর্ঘটনাটি ঘটে ভোর পাঁচটা নাগাদ। দুর্ঘটনায় আহত হয়েছেন কসবা থানার কনস্টেবল।
শুক্রবার ভোর পাঁচটা নাগাদ কসবা রাজডাঙা মেন রোডে গেটওয়ে হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটে। বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হয় ওই ব্যক্তির। জানা গিয়েছে, অভিযুক্ত গাড়ির চালক রাজদীপ শর্মা মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। বিএমডব্লু গাড়িটি প্রথমে একটি অডি গাড়িকে ধাক্কা মারে। তারপর অন্য কয়েকটি গাড়িকে ধাক্কা মারে। এরপর ওই গাড়ির ধাক্কায় ফুটপাথবাসীর মৃত্যু হয়। সঙ্গে সঙ্গে গাড়িটি ধরে চালক রাজদীপকে মারধর ধরে এলাকার লোক। পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।
আরও পড়ুন: টেক অফের সময়ই খুলে গেল চাকা, এয়ার অ্যাম্বুলেন্সের অবতরণ হল ফিল্মি কায়দায়
এ ছাড়া এই ঘটনায় পা ভেঙেছে কসবা থানার কনস্টেবলের। পুলিশ সূত্রে খবর, বেপরোয়া গাড়িটি প্রথমে পরপর চারটি গাড়িতে ধাক্কা মারে। পরে পুলিশ কনস্টেবলকে ধাক্কা মারে। গাড়ির ধাক্কায় পা ভেঙেছে কনস্টেবলের। ঘটনাস্থলে গিয়ে ওই ফুটপাথবাসীর মৃতদেহ উদ্ধার করে কসবা থানার পুলিশ।
আরও পড়ুন: এবার টিকাতেও ‘লাইট’ ভার্সন, স্পুটনিকের পর বাজারে স্পুটনিক লাইট! করোনা রুখতে এক ডোজ়ই ‘যথেষ্ট’