এবার টিকাতেও ‘লাইট’ ভার্সন, স্পুটনিকের পর বাজারে স্পুটনিক লাইট! করোনা রুখতে এক ডোজ়ই ‘যথেষ্ট’
ইতিমধ্যেই ৬০টি দেশে এই রাশিয়ান ভ্যাকসিন (Sputnik V) অনুমোদনও পেয়েছে।
মস্কো: স্পুটনিক পরিবারে এবার শামিল নয়া সদস্য স্পুটনিক লাইট। এক ডোজ়েই করোনার সঙ্গে যুঝতে সক্ষম সে। বৃহস্পতিবার রাশিয়ার তরফে এমনই দাবি করা হয়েছে। সত্যিই যদি করোনার টিকা স্পুটনিক লাইটের সেই ক্ষমতা থাকে, নিঃসন্দেহে তা এই অতিমারির বিশ্বে এক বৈপ্লবিক আবিষ্কার।
আরও পড়ুন: ‘এ শ্মশানে করোনা-দেহ পুড়েছে, স্যানিটাইজ না করা হলে আমরা মরা পোড়াব না’
রাশিয়ার ভ্যাকসিন তৈরিতে আর্থিকভাবে সহায়তাকারী দ্য রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (RDIF)-এর তরফে জানানো হয়েছে ‘পরীক্ষায় দেখা গিয়েছে স্পুটনিকের ডবল ডোজ় যেখানে ৯১.৬ শতাংশ কার্যকর সেখানে স্পুটনিক লাইট ৭৯.৪ শতাংশ সফল’।
ইনজেকশন দেওয়ার ২৮ দিন পর এক ডোজ়ের টিকার কার্যকারিতা পরীক্ষা করে দেখা হয়েছে। ইতিমধ্যেই ৬০টি দেশে এই রাশিয়ান ভ্যাকসিন গ্রহণযোগ্যতাও পেয়েছে। তবে ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি (EMA), আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA) এখনও এই টিকাতে সিলমোহর দেয়নি।