Moonmoon Sen: পিতৃহারা রিয়া-রাইমা, প্রয়াত মুনমুনের স্বামী ভরত দেববর্মা

Moonmoon Sen: পিতৃহারা রিয়া-রাইমা, প্রয়াত মুনমুনের স্বামী ভরত দেববর্মা

TV9 Bangla Digital

| Edited By: utsha hazra

Updated on: Nov 21, 2024 | 6:12 PM

দেববর্মা পরিবারে শোকের ছায়া। ত্রিপুরার বনেদি পরিবারের সন্তান তিনি। ১৯৭৮ সালে বিয়ে করেছিলেন অভিনেত্রী মুনমুন সেনকে। ৪৬ বছরের সংসার। অবশেষে থামল তাঁদের একসঙ্গে পথচলা।

পিতৃহারা রিয়া-রাইমা
মঙ্গলবার সকালে প্রয়াত হন অভিনেত্রী মুনমুন সেনের স্বামী ভরত দেববর্মা। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কলকাতায় ছিলেন না মুনমুন সেন ও রাইমা সেন। খবর পেয়ে তড়িঘড়ি কলকাতায় ফেরেন তাঁরা। খবর পেয়েই পৌঁছে যান মুখ্যমন্ত্রী। শোকজ্ঞাপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কী হল অঙ্কিতার?
সোশ্যাল মিডিয়ায় এ কোন ছবি শেয়ার করলেন অঙ্কিতা মল্লিক? নাকে অক্সিজেন, গলায় রক্তের দাগ। না-না ভয়ের কিছু নেই। শুটিং-এর এক দৃশ্যের ছবি শেয়ার করেছেন সকলের প্রিয় জগদ্ধাত্রী। ক্যাপশনে লিখলেন, ‘আপনারা কি আজকের পর্বটা দেখেছেন? আপনারা এনজয় করেছেন? আপনারা কি কেঁদেছেন? কারণ আমি শ্যুটিং করার সময় এই সবই অনুভব করেছি।

এ কী কাণ্ড?
রাত তিনটের সময় কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজের বেডরুমে হুলুস্থুল কাণ্ড। মেয়েকে নিয়ে চলছে খেলা, কাঞ্চনের আদর, মিষ্টি মুহূর্তের সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেন শ্রীময়ী। ঘড়ির কাঁটায় তখন রাত তিনটে বেজে ২০ মিনিট। তখন জেগে বাড়ির প্রতিটা সদস্যই।

রোশনাই সিরিয়ালে বদল

সাত মাস কাটতে না কাটতেই বড় সিদ্ধান্ত। লীনা গঙ্গোপাধ্যায় প্রযোজিত ‘রোশনাই’ সিরিয়ালে আর মুখ্য চরিত্রে দেখা যাবে না অভিনেত্রী অনুষ্কা গোস্বামীকে। ইন্ডাস্ট্রির অন্দরের ফিসফাস ইতিমধ্য়েই অভিনেত্রী নাকি ‘নো অবজেকশন সার্টিফিকেট’দিয়ে দিয়েছেন। কেন? প্রশ্ন করা হলে অভিনেত্রী জানিয়েছেন, শারীরিক অসুস্থতার জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

মিঠুনের বেতন

কেরিয়ারের শুরু থেকে মিঠুন চক্রবর্তীর লড়াইটা ছিল চোখে পড়ার মতো। অভিনেতা হতেই তিনি এসেছিলেন। রাজত্বও করেছেন দীর্ঘ দিন বলিউডের অন্দরমহলে। কিন্তু একটা সময় বিষয়টা মোটেও এতটা সহজ ছিল না। মাত্র ৭৫ টাকা মাসিক ভাড়ায় পেইংগেস্ট থাকতেন। মিঠুন এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তাঁর সহকারিরা বেশি ধনী।কারণ তিনি পেতেন মাত্র ৫০০০ টাকা প্রতি ছবি পিছু।

সৌরভের আক্ষেপ

দাদাগিরির মঞ্চে কখনও মেয়ের চাকরি, কখনও মেয়ের কেরিয়ার নিয়ে খোলামেলা কথা বলতে বহুবার দেখা গিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। সানার প্রসঙ্গে তাই সৌরভকে বলতে শোনা গেল, “সানা যখন ছোট ছিল তখন যদি এত সুযোগ থাকত মেয়েদের ক্রিকেটে আমি ওকে ক্রিকেট খেলতে দিতাম। শেষ ৩ বছরে মহিলাদের ক্রিকেট খুব উন্নতি করেছে।”

ফেরত পেলেন কণ্ঠস্বর
সঙ্গীত পরিচালক শেখর রবজিয়ানিকে সকলেই চেনেন। ‘ঘুঙরু টুট গয়ে’ থেকে ‘ইশকওয়ালা লভ’— এমন অসংখ্য গান উপহার দিয়েছেন। তবে সেই সফল সুরকার দু’বছর গান গাইতে পারেননি, হারিয়ে ফেলেছিলেন নিজের কণ্ঠস্বর। নিজের কণ্ঠস্বর ফিরে পাওয়ার আপ্রাণ চেষ্টা করছিলেন। অবশেষে অনেকটা ভাল আছেন তিনি, জানালেন নিজেই।

ফের রণংদেহি তাপসী!
মাঝেমাঝেই আলোকচিত্রীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন অভিনেত্রী তাপসী পান্নু। সম্প্রতি মুম্বইয়ের এক অনুষ্ঠানে গিয়েও মেজাজ হারালেন। আলোকচিত্রীদের দেখা মাত্রই বললেন, “বাজে বাজে কথাই লিখবেন আমাকে নিয়ে, কেমন!” তাঁকে নিয়ে চলছে জোর চর্চা

শাহরুখের সিক্রেট

তিনি শাহরুখ, তিনিই বলিউড কিং। অতি সাধারণ পরিবার থেকে উঠে এসে আজ তিনিই বলিউড বাদশা। যখন কেরিয়ারে ভরাডুবি আসে, ব্যর্থতা আসে তখন কী করেছেন? অভিনেতা বলেন, “সেসময়গুলিতে এমনও হয়েছে যখন আমি বাথরুমে গিয়ে ভীষণ কেঁদেছি। যদিও আমি সেটা কাউকে বুঝতে দিই না।”

Published on: Nov 19, 2024 11:58 PM