BJP: উপনির্বাচনে ধরাশায়ী! এবার কোন রণকৌশলে তৃণমূলের উপর চাপ তৈরি করতে চাইছে বিজেপি? সোমবার বড় বৈঠক
BJP: কেন্দ্রীয় বঞ্চনা মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েই চলেছেন তৃণমূল নেতারা। তার পাল্টা দিতেও ঘুঁটি সাজাচ্ছে বিজেপি। সূত্রের খবর, পাল্টা তথ্য তুলে ধরে দুর্নীতির কথা বলে শাসককে আক্রমণ করতে চলেছেন বিজেপি বিধায়করা।
কলকাতা: বসছে বিজেপির পরিষদীয় দলের বৈঠক। নেতৃত্ব দেবেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার দুপুর দু’টোয় বিজেপির এই পরিষদীয় দলের বৈঠক ডাকা হয়েছে। এদিকে একদিন আগেই সামনে এসেছে রাজ্যের ৬ কেন্দ্রে বিধানসভার উপনির্বাচনের ফল। সব আসনেই কার্যত ধরাশায়ী হয়েছে বিজেপি। হাড়ায়োর মতো আসনে তো আবার জামানত জব্দ হয়েছে পদ্ম প্রার্থীর। সোজা কথায় বিধানসভায় বিধায়কের সংখ্যা আরও কমছে গেরুয়া শিবিরের। তবুও অধিবেশনে শাসকের বিরুদ্ধে ঝাঁজ বজায় রাখতে চাইছেন শুভেন্দুরা।
রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশের মতে, সংগঠনের দুরাবস্থায় মনোবল হারাচ্ছেন বিধায়করা। এহেন আবহে বিধানসভায় শাসকদল তৃণমূলকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ বিজেপি পরিষদীয় দল। তার সঙ্গে সাযুজ্য রেখেই সতীর্থদের পেপটক দেবেন শুভেন্দু অধিকারী।
মূল্যবৃদ্ধি থেকে অস্ত্র উদ্ধার, বিভিন্ন জায়গায় শাসক দলের পরিচিত মুখেরা আক্রান্ত, যৌন নির্যাতনের ঘটনা বৃদ্ধি, শিশু, মহিলাদের নিরাপত্তার প্রশ্ন, বিভিন্ন জায়গায় গোষ্ঠী সংঘর্ষ, সনাতনীদের উপর আক্রমণ-সহ নানা ইস্যুতে সুর চড়াতে চলেছে বিজেপি। সামগ্রিক ভাবে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি, রাজ্যে গণতন্ত্র আক্রান্তের অভিযোগ নিয়েই অধিবেশন কক্ষে সরব হতে চান বিজেপি বিধায়করা।
এদিকে কেন্দ্রীয় বঞ্চনা মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েই চলেছেন তৃণমূল নেতারা। তার পাল্টা দিতেও ঘুঁটি সাজাচ্ছে বিজেপি। সূত্রের খবর, পাল্টা তথ্য তুলে ধরে দুর্নীতির কথা বলে শাসককে আক্রমণ করতে চলেছেন বিজেপি বিধায়করা। পাশাপাশি স্পিকারের বিরুদ্ধে অনাস্থা নিয়েও আদিবেশন কক্ষে ‘চাপ ‘ তৈরি করতে চায় বিজেপি। এই সব বিষয়ে বিধায়কদের কী কী করতে হবে, কোন বিষয়ের উপর মুলতুবি প্রস্তাব আনতে হবে, কোন সময়ে প্রতিবাদ করে কক্ষত্যাগ করতে হবে – এইসব বিষয়েও রণকৌশল স্থির হতে চলেছে বিজেপির পরিষদীয় দলের বৈঠকে।