‘এখনই আসছি…’, হঠাৎই ঐশ্বর্যার বাড়িতে বচ্চন পরিবার! বিপাকে নায়িকা

চর্চায় অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চনের বৈবাহিক সম্পর্ক। কিছুই নাকি ভাল যাচ্ছে না তাঁদের মধ্যে। এও শোনা যাচ্ছে, এই মুহূর্তে মেয়েকে নিয়ে নাকি মায়ের সঙ্গে থাকছেন বিশ্বসুন্দরী। শোনা যাচ্ছে নিমরত কউরের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়ে পড়েছেন অভিষেক বচ্চন।

‘এখনই আসছি…’, হঠাৎই ঐশ্বর্যার বাড়িতে বচ্চন পরিবার! বিপাকে নায়িকা
Follow Us:
| Edited By: | Updated on: Jan 07, 2025 | 9:20 PM

অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের বৈবাহিক সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে। শোনা যাচ্ছে, তাঁদের মধ্যে কিছুই ঠিক চলছে না এবং এই মুহূর্তে ঐশ্বর্য তাঁর মেয়ে আরাধ্যাকে নিয়ে মায়ের সঙ্গে থাকছেন। এমনকি, অভিষেক নাকি অভিনেত্রী নিমরত কউরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন, এমন কথাও শোনা যাচ্ছে। এই সব বিষয় নিয়ে যখন আলোচনা তুঙ্গে, ঠিক সেই সময় সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ঐশ্বর্যা রাই বচ্চনের একটি সাক্ষাৎকারের ভিডিয়ো, যেখানে তিনি একেবারে অকপটভাবে তাঁর জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা শেয়ার করেছেন।

সাক্ষাৎকারে ঐশ্বর্য বলেন, তিনি দক্ষিণ ভারতীয় পরিবারের মেয়ে, এবং “রোকা” কী জিনিস, তা তাঁর কাছে তখনো অজানা ছিল। একদিন হঠাৎ করে অভিষেকের বাড়ি থেকে ফোন আসে, আর তাঁকে জানানো হয় যে, বাচ্চন পরিবার বাড়ি চলে আসছে। ঐশ্বর্যা জানান, তাঁর বাবা সেই সময়ে শহরের বাইরে ছিলেন, এবং বাবা না আসতেই তাঁর বাগদান সম্পন্ন হয়ে যায়। ঐশ্বর্যার প্রতিক্রিয়া ছিল, “ওহ মাই গড!” তিনি অবাক হয়ে গিয়েছিলেন, কারণ এত বড় সিদ্ধান্তটি তিনি বাবার উপস্থিতি ছাড়া নিতে চাননি।

এছাড়া, বাগদান হওয়ার পর বচ্চন পরিবার ঐশ্বর্যাকে নিজেদের বাড়িতে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু ঐশ্বর্যা সেই সময় রাজি হননি। তিনি বলেন, “বাবার অনুপস্থিতিতে আমি এত বড় সিদ্ধান্ত নিতে চাচ্ছিলাম না।”

এই ভিডিওটি দেখে অনেকেই নস্টালজিক হয়ে পড়েছেন এবং পুরনো সমীকরণগুলো স্মরণ করতে গিয়ে অনেকের চোখে জল চলে এসেছে। তবে বর্তমানে বচ্চন পরিবারের সম্পর্ক নিয়ে একাধিক গুঞ্জন উঠলেও, গোটা পরিবার এই বিষয়ে কিছুই মন্তব্য করেনি। এখন অপেক্ষা, ভবিষ্যতে কী ঘটবে।