Adhir Chowdhury: ইউনূসের ‘ষড়যন্ত্র’ ধরে ফেললেন অধীর, কী বলছেন কংগ্রেস নেতা?

Adhir Chowdhury: কোটা সংস্কার আন্দোলনের জেরে গত ৫ অগস্ট প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেন শেখ হাসিনা। বাংলাদেশ ছাড়েন তিনি। এর তিনদিন পর মহম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন হয়। সেই সরকারের পাঁচ মাস কাটতে না কাটতেই ফের উত্তপ্ত বাংলাদেশ।

Adhir Chowdhury: ইউনূসের 'ষড়যন্ত্র' ধরে ফেললেন অধীর, কী বলছেন কংগ্রেস নেতা?
কী বললেন অধীর চৌধুরী?
Follow Us:
| Edited By: | Updated on: Jan 07, 2025 | 11:58 PM

কলকাতা: মাস পাঁচেক আগে বাংলাদেশে গঠন হয়েছে অন্তর্বর্তী সরকার। তারপর থেকেই ভারতের বিরুদ্ধে প্রায়ই তোপ দেগে চলেছেন বাংলাদেশের নেতা ও প্রাক্তন সেনা আধিকারিকরা। এমনকি, বাংলাদেশে হিন্দু-সহ সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ভারত বার্তা দেওয়ার পরও ইউনূস প্রশাসনের কোনও হেলদোল নেই। এর পিছনে ‘ষড়যন্ত্র’ দেখছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী।

ইউনূসকে আক্রমণ করে অধীর বলেন, “পাকিস্তান ও চিনের দালাল ইউনূস। তাঁকে সামনে রেখে এটা একটা ষড়যন্ত্র। সেই কারণে পায়ে পা লাগিয়ে একটা উত্তেজনা তৈরির চেষ্টা করছে। ওরা চাইছে ভারত আক্রমণ করুক। তাহলে বাংলাদেশে নির্বাচনের প্রয়োজন থাকবে না। বাংলাদেশের মানুষের কাছে বলার জায়গা পেয়ে যাবে, এখন আর ভোট নয়। সরকার পরিবর্তন নয়। বলবে, আমাদের দেশের শত্রু ভারতবর্ষকে মোকাবিলা করতে এক হও।”

কোটা সংস্কার আন্দোলনের জেরে গত ৫ অগস্ট প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেন শেখ হাসিনা। বাংলাদেশ ছাড়েন তিনি। এর তিনদিন পর মহম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন হয়। সেই সরকারের পাঁচ মাস কাটতে না কাটতেই ফের উত্তপ্ত বাংলাদেশ। পদ্মাপারের দেশে কবে নির্বাচন হবে, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে। ইউনূস প্রশাসন জানিয়েছে, পঁচিশের শেষে কিংবা ছাব্বিশের প্রথমে বাংলাদেশে নির্বাচন হবে।

এই খবরটিও পড়ুন

তবে অধীর চৌধুরী বলছেন, ভোট যাতে না করতে হয়, তার জন্য ষড়যন্ত্র করছেন ইউনূস। সেজন্যই ভারতের পায়ে পা লাগিয়ে ঝগড়ার চেষ্টা করছেন।