IND vs AUS: যশস্বী-কোহলির ‘বিরাট’ টার্গেট, বুমরাদের চাই আর ৭টি অনবদ্য ডেলিভারি
BGT: বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ। প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ার সামনে দ্বিতীয় ইনিংসে যশস্বী জয়সওয়াল ১৬১ ও বিরাট কোহলি ১০০ অপরাজিত রান করে বড় টার্গেট দিয়েছেন অজিদের।
কলকাতা: ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য রবিবার খুশি ডাবল হয়েছে। দিনের শুরুতে প্রথমত পারথে সেঞ্চুরি হাঁকান তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। আর দিনের শেষটাও সেঞ্চুরি হাঁকিয়ে করেন বিরাট কোহলি। টিম ইন্ডিয়ার জন্য এই অজি সফর খুবই গুরুত্বপূর্ণ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠতে হলে এই সিরিজের ৪টে টেস্ট জিততে হবে ভারতকে। সেই পথেই এগোনোর চেষ্টা করছে টিম ইন্ডিয়া। দ্বিতীয় ইনিংসে কোহলির সেঞ্চুরি পূর্ণ হতেই ডিক্লেয়ার ঘোষণা করেন রোহিতের অনুপস্থিতিতে নেতৃত্বের ব্যাটন সামলানো জসপ্রীত বুমরা।
পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৪৮৭ রান তোলে টিম ইন্ডিয়া। ২৯৭ বলে ১৬১ রানের অনবদ্য ইনিংস উপহার দেন ওপেনার যশস্বী জয়সওয়াল। ভারতের অপর ওপেনার লোকেশ রাহুল ১৭৬ বলে ৭৭ রানে মাঠ ছাড়েন। তিনে নামা দেবদত্ত পাড়িক্কাল ২৫ রান করেন। চারে নেমে কোহলি আজ হাঁকিয়েছেন অনবদ্য সেঞ্চুরি। ৯৪ বলে হাফসেঞ্চুরি করেন। আর ১৪৩ বলে তিনি পূর্ণ করেন সেঞ্চুরি। এটি তাঁর কেরিয়ারের ৩০তম শতরান।
তৃতীয় দিন ভারত ইনিংস ডিক্লেয়ার করার পর ব্যাট হাতে নেমে পড়েন অজিরা। প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ার সামনে বিরাট-যশস্বীরা রেখেছেন ৫৩৪ রানের টার্গেট। চতুর্থ ইনিংসে এত রান তাড়া করে জেতার রেকর্ড কোনও টিমের নেই। অতীতে ৪১৮ রান সফলভাবে তাড়া করেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। ২০০৩ সালে ক্যারিবিয়ানদের গড়া সেই রেকর্ড অজিরা পারথে ভাঙতে পারবেন কিনা সেদিকেই নজর থাকবে ক্রিকেট প্রেমীদের।
পারথ টেস্টের তৃতীয় দিনের শেষে অজিদের স্কোর ৩ উইকেটে ১২। তৃতীয় দিন ১ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরা। অপর একটি উইকেট মহম্মদ সিরাজের ঝুলিতে। জয়ের জন্য এই টেস্টের শেষ ২দিনে অজিদের প্রয়োজন ৫২২ রান। আর চতুর্থ দিন টিম ইন্ডিয়ার চাই আর ৭ উইকেট। তা হলেই বর্ডার গাভাসকর ট্রফির প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে যাবে টিম ইন্ডিয়া।