Accident: ছোট্ট হাতে টোটোর চাবিটা ঘুরিয়ে দেয় নাবালিকা, উইন্ডস্ক্রিনের কাচ সোজা ঢুকে গেল গলায়

Accident: কেউ কিছু করার আগেই টোটোটি চলতে শুরু করে। ধাক্কা লাগে ট্রান্সফরমারে। সেই টোটোর কাচ গলায় ঢুকে যায় ওই সাত বছরের নাবালিকার।

Accident: ছোট্ট হাতে টোটোর চাবিটা ঘুরিয়ে দেয় নাবালিকা, উইন্ডস্ক্রিনের কাচ সোজা ঢুকে গেল গলায়
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 13, 2025 | 9:32 PM

কলকাতা: প্রতিদিনের মতোই বিকেলে খেলতে বেরিয়েছিল রিয়া। বছর সাতেকের নাবালিকার একটা সামান্য ভুলেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। মেনে নিতে পারছেন না পাড়া-প্রতিবেশীরা। সুস্থ মেয়ে খেলতে খেলতে এভাবে চলে যাবে, তা ভাবতেও পারেননি তাঁরা। কলকাতার বাগুইআটির নারায়ণতলা পশ্চিম এলাকার ঘটনা।

বিকেলে রাস্তায় বেরিয়ে খেলছিল ওই নাবালিকা। রাস্তার ধারেই দাঁড় করানো ছিল একটি টোটো। তাতে উঠে পড়ে ওই নাবালিকা। এরপর কিছু না বুঝেই টোটোতে উঠে বসে চাবিটি ঘুরিয়ে দেয় সে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চাবি ঘোরাতেই টোটো চালু হয়ে যায়। এরপর অ্যাক্সিলেটরে হাত দিলেই চালু হয়ে যায় সেই টোটো।

কেউ কিছু করার আগেই টোটোটি চলতে শুরু করে। ধাক্কা লাগে ট্রান্সফরমারে। সেই টোটোর কাচ গলায় ঢুকে যায় ওই সাত বছরের নাবালিকার। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। রাস্তার ওপর অরক্ষিতভাবে চাবি লাগানো অবস্থায় টোটোটি দাঁড় করানো ছিল কেন? সেই প্রশ্ন তুলে একটি অভিযোগ দায়ের করা হয়েছে বাগুইআটি থানায়।

ঘটনায় শোকের ছায়া নেমেছ এলাকায়। এক প্রতিবেশী বলেন, “একেবার সুস্থ, ফুটফুটে বাচ্চা। দেখলেই কথা বলতাম ওর সঙ্গে। ভাবতেই পারছি না ও আর নেই।”