কলকাতা: গত কয়েকদিন ধরে টলিপাড়ায় জোর গুঞ্জন যশ দাশগুপ্ত (Yash Dasgupta) ও নুসরত জাহানের (Nusrat Jahan) ‘বন্ধুত্ব’ ঘিরে। এরইমধ্যে যশ বিজেপিতে যোগ দেওয়ার পর শুরু হয় নতুন করে জল্পনা। প্রশ্ন উঠতে শুরু করে নুসরতের আগামী অবস্থান ঘিরেও। অবশেষে নিজেই সেসব জল্পনায় জল ঢাললেন বসিরহাটের তৃণমূল সাংসদ। জানিয়ে দিলেন, তিনি তৃণমূলের ‘একনিষ্ঠ সৈনিক’। মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে অন্য কোথাও যাওয়ার কোনও প্রশ্নই ওঠে না।
টলিপাড়ায় এখন নানা রঙের খেলা। রোজই কোনও না কোনও অভিনেতা-অভিনেত্রীকে রাজনীতির অলিন্দে ঢুকতে দেখা যাচ্ছে। গত বুধবারই মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়র হাত ধরে বিজেপিতে যোগ দেন অভিনেতা যশ দাশগুপ্ত। যে যশ ইদানিং তৃণমূল সাংসদ নুসরত জাহানের খুবই ‘ভাল বন্ধু’ হয়ে উঠেছেন।
আরও পড়ুন: সাঁতরাগাছিতে ১২ মিটার চওড়া ফুটব্রিজ, শিয়ালদহে লিফট-এসকেলেটর, বাংলাকে একগুচ্ছ উপহার রেলমন্ত্রীর
এরপরই প্রশ্ন ওঠে, রাজনীতিতে যুযুধান দু’পক্ষ বিজেপি ও তৃণমূলের মতোই কি যশ-নুসরতের ব্যক্তিগত সম্পর্কেও ‘লড়াই’ শুরু হবে। নাকি নুসরত নতুন কিছু চিন্তাভাবনা করবেন?
এ প্রসঙ্গে যশ আগেই জানিয়েছিলেন, রাজনীতির ময়দান আলাদা হলেও নুসরতের সঙ্গে তাঁর সম্পর্কটা অভিনয় সূত্রে। তাই সে জায়গায় কোনও বদল আসার প্রশ্নই নেই। এবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে মুখ খুললেন নুসরতও। যশের বিজেপি যোগ নিয়ে প্রশ্ন করা হলে নুসরত সে প্রসঙ্গে সরাসরি কিছু না বললেও জানিয়ে দেন, “আমি তৃণমূলের একনিষ্ঠ সৈনিক।”