সাঁতরাগাছিতে ১২ মিটার চওড়া ফুটব্রিজ, শিয়ালদহে লিফট-এসকেলেটর, বাংলাকে একগুচ্ছ উপহার রেলমন্ত্রীর

Rail Project for Bengal: সাঁতরাগাছির দ্বিতীয় ফুটব্রিজের পাশাপাশি সাঁকরাইলে ফ্রেট টার্মিনালেরও উদ্বোধন করেন রেলমন্ত্রী পীযূশ গোয়েল।

সাঁতরাগাছিতে ১২ মিটার চওড়া ফুটব্রিজ, শিয়ালদহে লিফট-এসকেলেটর, বাংলাকে একগুচ্ছ উপহার রেলমন্ত্রীর
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Feb 20, 2021 | 9:40 AM

নয়া দিল্লি: বাংলার রেল (Railway) পরিষেবাকে ঢেলে সাজাতে উদ্বোধন হল একগুচ্ছ প্রকল্পের। একদিকে যাত্রী স্বচ্ছন্দ্যের কথা মাথায় রেখে লিফট, এসকেলেটর পরিষেবা চালু হল শিয়ালদহ স্টেশনে। অন্যদিকে ছ’টি প্ল্যাটফর্মের সংযোগকারী ফুটব্রিজের উদ্বোধন হল সাঁতরাগাছিতে। শুক্রবার রেলমন্ত্রী পীযূশ গোয়েল (Piyush Goyal) প্রকল্পগুলির উদ্বোধন করেন।

আরও পড়ুন: কলকাতা বিমানবন্দরে নেমেই অসুস্থ, পরে মৃত্যু বাংলাদেশীর

শিয়ালদহ স্টেশনে প্রতিদিন কয়েক লক্ষ যাত্রী যাতায়াত করেন। লোকাল ট্রেনের পাশাপাশি গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেনও ছোটে এই স্টেশন থেকে। যত দিন যাচ্ছে এই স্টেশনের গুরুত্ব বেড়েই চলেছে। সেদিক খেয়াল রেখে গত কয়েক বছরে এই স্টেশনকে ঢেলে সাজানোর ব্যবস্থা করেছে রেল। এদিন রেলমন্ত্রী বলেন, “শিয়ালদহ ব্যস্ততম স্টেশন। দূরপাল্লার ট্রেনও আসে। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এখানে নতুন এলাভেটর ও এসকেলেটর বসানো হয়েছে।”

আরও পড়ুন: নিমতিতা স্টেশনে বোমা বিস্ফোরণের ঘটনায় মুখ খুললেন রেলমন্ত্রী, কী বললেন?

অন্যদিকে সাঁতরাগাছি স্টেশনের দ্বিতীয় ফুটব্রিজের উদ্বোধন করে পীযূশ গোয়েল বলেন, “রেল লাইন পারাপারের ঝুঁকি কমাতে নতুন ফুটব্রিজ চালু হল। ১২ মিটার চওড়া এই ব্রিজ ছ’টি প্ল্যাটফর্মের সংযোগকারী হিসাবে কাজ করবে। আমার বিশ্বাস এর ফলে যাত্রীদের যাতায়াত অনেক বেশি গতিশীল হবে।” একইসঙ্গে এদিন কলকাতা স্টেশনে একটি প্রিমিয়ম লাউঞ্জেরও উদ্বোধন হয়। শুধু রেল-সফরের সময়ই নয়, স্টেশনেও যেন যাত্রীরা সবরকম সুবিধা পান, সেদিকটা মাথায় রেখেই এই লাউঞ্জের উদ্বোধন করা হয় বলে জানান রেলমন্ত্রী।

ইজরায়েল যেন রাফায় অভিযান চালিয়ে বিপর্যয় না ডেকে আনে!
ইজরায়েল যেন রাফায় অভিযান চালিয়ে বিপর্যয় না ডেকে আনে!
বাংলার সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্তের রচনাকে নিয়ে এ কী মন্তব্য!
বাংলার সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্তের রচনাকে নিয়ে এ কী মন্তব্য!
কেন এ রাজ্যে ঘাঁটি গাড়ে জঙ্গিরা?
কেন এ রাজ্যে ঘাঁটি গাড়ে জঙ্গিরা?
দুনিয়ার সবচেয়ে দামী নির্বাচন, কত খরচ ভোটের বিরিয়ানিতে?
দুনিয়ার সবচেয়ে দামী নির্বাচন, কত খরচ ভোটের বিরিয়ানিতে?
প্রখর রোদে প্রসেনজিতের ব্যাপারে কী বললেন ঋতুপর্ণা?
প্রখর রোদে প্রসেনজিতের ব্যাপারে কী বললেন ঋতুপর্ণা?
মহা ফ্যাসাদে ইমন চক্রবর্তী, পাপ যে বেড়েই চলেছে তাঁর!
মহা ফ্যাসাদে ইমন চক্রবর্তী, পাপ যে বেড়েই চলেছে তাঁর!
বাবা নাকি মা কার মতো দেখতে বিরাট-অনুষ্কার ছেলেকে? প্রত্যক্ষদর্শী জানাচ
বাবা নাকি মা কার মতো দেখতে বিরাট-অনুষ্কার ছেলেকে? প্রত্যক্ষদর্শী জানাচ
ইজরায়েলের টার্গেটে ইরানের পরমাণু কেন্দ্র
ইজরায়েলের টার্গেটে ইরানের পরমাণু কেন্দ্র
১৯৫২ থেকে ২০২৪, গণতন্ত্রের নানা চড়াই-উতরাই, নির্বাচনের নানা অজানা গল্প
১৯৫২ থেকে ২০২৪, গণতন্ত্রের নানা চড়াই-উতরাই, নির্বাচনের নানা অজানা গল্প
পরমাণু কর্মসূচি বন্ধ করার বিবৃতি এনেছিল চিন, আর নিজেরাই তা অমান্য করছে
পরমাণু কর্মসূচি বন্ধ করার বিবৃতি এনেছিল চিন, আর নিজেরাই তা অমান্য করছে