কলকাতা বিমানবন্দরে নেমেই অসুস্থ, পরে মৃত্যু বাংলাদেশির
বিমানবন্দরে নামার পরই অসুস্থ হয়ে পড়েন নারায়ণগঞ্জের বাসিন্দা বিপ্লব সাহা
কলকাতা: বিমান থেকে নেমেই অসুস্থ হয়ে পড়েন এক বাংলাদেশি (Bangladeshi) নাগরিক। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতের নাম বিপ্লব সাহা। তিনি বাংলাদেশের নারায়ণগঞ্জের বাসিন্দা ছিলেন। শুক্রবার সন্ধ্যায় দমদম বিমানবন্দরে (Dumdum Airport) ঘটনাটি ঘটে।
বিমানবন্দর সূত্রে খবর, এ দিন সন্ধ্যা সাতটা নাগাদ বিমানে কলকাতায় পৌঁছন বিপ্লব। বিমানবন্দরের অভিবাসন চেকিং কাউন্টারের সামনে আসতেই পরে যান তিনি। তড়িঘড়ি বিমানবন্দরে থাকা অ্যাম্বুলেন্সে করে তাঁকে স্থানীয় বাগুইআটির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: আসন সমঝোতা আটকে সিদ্দিকিতেই, ফের বৈঠকে বাম-কংগ্রেস
কিন্তু চিকিৎসকরা জানান, মৃত্যু হয়েছে বিপ্লবের। দেহটি ময়না তদন্তের জন্য আরজি কর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট এলেই বোঝা যাবে কী কারণে এই মৃত্যু।