AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SIP Success Strategy: রিটার্ন নাকি বিনিয়োগ! আপনার এসআইপির সাফল্যের পিছনে কাজ করে কোন অঙ্ক?

Systematic Investment Plan: আপনার আয় এবং খরচ—দুটোই সময়ের সঙ্গে বাড়ে। তাই বিনিয়োগ কেন এক জায়গায় থমকে থাকবে? এই 'স্টেপ-আপ' পদ্ধতি আপনার ওপর মানসিক চাপ কমায়। আপনাকে সারাক্ষণ সেরা ফান্ডের পেছনে দৌড়তে হয় না। মনে রাখবেন, সম্পদ তৈরির মূল চাবিকাঠি রিটার্ন বাড়ানো নয়, বরং বিনিয়োগের অংশগ্রহণ বাড়ানো।

SIP Success Strategy: রিটার্ন নাকি বিনিয়োগ! আপনার এসআইপির সাফল্যের পিছনে কাজ করে কোন অঙ্ক?
কীভাবে পাবেন অনেক রিটার্ন?Image Credit: Getty Images
| Updated on: Dec 24, 2025 | 5:20 PM
Share

আপনার বিনিয়োগের গল্প কি শুধু ‘রিটার্ন’ দিয়েই শুরু আর শেষ হয়? কোন ফান্ড সেরা? কোথায় মিলবে চড়া মুনাফা? অধিকাংশ লগ্নিকারী ঠিক এই গোলকধাঁধাতেই ঘুরপাক খান। কিন্তু আর্থিক বিশ্লেষকরা এক অপ্রিয় সত্য তুলে ধরছেন—বাজারের রিটার্ন আপনার হাতে নেই, কিন্তু আপনি কত টাকা লগ্নি করছেন, সেটা আপনার নিয়ন্ত্রণেই।

গণিতের ম্যাজিক: রিটার্ন বনাম ডিসিপ্লিন

ধরা যাক, আপনি মাসে ৫,০০০ টাকার একটি SIP শুরু করলেন ২০ বছরের জন্য।

  • প্রথম পথ: আপনি বিনিয়োগের অঙ্ক বাড়ালেন না, কিন্তু ১৪ শতাংশ বার্ষিক রিটার্ন পেলেন।
  • দ্বিতীয় পথ: আপনি মাত্র ১০ শতাংশ রিটার্ন পেলেন, কিন্তু প্রতি বছর বিনিয়োগের অঙ্ক ১০ শতাংশ হারে বাড়িয়ে গেলেন। একে বলে স্টেপ আপ এসআইপি।

ফলাফল চমকে দেওয়ার মতো। দ্বিতীয় ক্ষেত্রে আপনার হাতে জমবে প্রায় ১৫ লক্ষ টাকা বেশি! রিটার্ন ৪ শতাংশ কম হওয়া সত্ত্বেও কেবল লগ্নির পরিমাণ বাড়ানোতেই এই কেল্লাফতে। আর যদি ১০ শতাংশ হারে বিনিয়োগ বাড়িয়ে ১৪ শতাংশ রিটার্ন পাওয়া যায়? আপনার জমানো পুঁজি গিয়ে দাঁড়াবে ১ কোটি ১৩ লক্ষ টাকায়।

কেন এই পদ্ধতি কার্যকর?

আপনার আয় এবং খরচ—দুটোই সময়ের সঙ্গে বাড়ে। তাই বিনিয়োগ কেন এক জায়গায় থমকে থাকবে? এই ‘স্টেপ-আপ’ পদ্ধতি আপনার ওপর মানসিক চাপ কমায়। আপনাকে সারাক্ষণ সেরা ফান্ডের পেছনে দৌড়তে হয় না। মনে রাখবেন, সম্পদ তৈরির মূল চাবিকাঠি রিটার্ন বাড়ানো নয়, বরং বিনিয়োগের অংশগ্রহণ বাড়ানো। আর আগামীতে বিনিয়োগ যদি আপনি চালিয়ে যেতেই চান, তাহলে রিটার্ন নয়, জোর দিতে হবে অভ্যাসেই!