কলকাতা: যাঁরা আন্দোলনে সামিল হয়েছিলেন, তাঁদের বয়কট করা হোক। শীতের জলসায় যেন তাঁদের দেখা না যায়। এমনই বার্তা দিয়েছিলেন শাসক দলের নেতা কুণাল ঘোষ। আর এবার প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে অভিনেত্রী দেবলীনা দত্ত জানালেন তাঁর একের পর এক অনুষ্ঠান বাতিল হচ্ছে, অর্গানাইজারদের ভয় দেখানো হচ্ছে। চলতি সিজনে তিনি কোনও অনুষ্ঠানে ডাক পাননি বলে জানিয়েছেন অভিনেত্রী।
শীতকাল জুড়ে সাধারণত শহরে-গ্রামে নানারকম জলসার আয়োজন করা হয়। আর সেখানে অভিনেতা-অভিনেত্রীদের আমন্ত্রণ জানানো হয়। সেইরকম অনুষ্ঠানেই এবার নাকি ডাক পাননি দেবলীনা। বৃহস্পতিবার আরজি করের ঘটনার পাঁচ মাস সম্পূর্ণ হল। এদিন এক প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন দেবলীনা। সেখানে দাঁড়িয়ে তিনি দাবি করেন, কীভাবে অর্গানাইজারদের ভয় দেখানো হচ্ছে, সেই প্রমাণও রয়েছে তাঁর হাতে। উল্লেখ্য, আরজি কর-কাণ্ডের পর বিভিন্ন আন্দোলনে দেবলীনাকে দেখা গিয়েছে। এমনকী কোনও অনুষ্ঠানে গেলেও দেবলীনার পোশাকে লাগানো থাকে, ‘উই ওয়ান্ট জাস্টিস’ ব্যাজ।
দেবলীনা বলেন, “আমাদের ভাতে মেরে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমিও সেই তালিকায় আছি। পশ্চিমবঙ্গের শৈল্পিক সত্ত্বাকে গলা টিপে মেরে ফেলা হচ্ছে। তিনি জানান, চলতি সিজনে গোটা বাংলায় তাঁর যতগুলো অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল, সবকটা ক্যানসেল করা হয়েছে।” তিনি আরও উল্লেখ করেন, অর্গানাইজার তাঁকে মেসেজে লিখেছেন, ‘দিদি রাজনৈতিক কারণে আপনাকে আনতে পারছি না। ক্ষমা করবেন।’ দেবলীনার দাবি, এভাবেই ভয় দেখানো হচ্ছে সবাইকে। তবে নাম প্রকাশ করলে বিপদ হয়ে যাবে বলে উল্লেখ করেন তিনি।
দেবলীনার স্পষ্ট বক্তব্য, “কাজ না পেলে অন্য কিছু করে খাব, প্রয়োজনে অন্যভাবে উপার্জন করব। তবে আন্দোলন থেকে একটুও সরে যাব না। ভয় পেয়ে বেঁচে থাকব না।” ভয়ের কাছে মাথানত করবেন না বলে স্পষ্ট জানিয়েছেন অভিনেত্রী।