কলকাতা: বিজেপি (BJP) ছাড়লেন অভিনেত্রী কাঞ্চনা মৈত্র (Kanchana Moitra)। নিজের ফেসবুক হ্যান্ডেল থেকে একটি পোস্ট করে নিজেই সেকথা জানালেন অভিনেত্রী। ফেসবুক পোস্টে কাঞ্চনা লিখেছেন, ‘কাজ ও পরিবারকে সময় দিতে চাই। তাই দল ও রাজনীতিকে আপাতত বিদায় জানালাম।’ ২০১৯ সালের জুলাই মাসে দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন কাঞ্চনা। সঙ্গে ছিলেন টলিপাড়ার আরও অনেক তারকা মুখ। মোট ১২ জনের একটি তারকা দল ১৮ জুলাই দিল্লিতে উড়ে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিল। সেই সময়েই পদ্ম শিবিরের সঙ্গে যুক্ত কাঞ্চনা। অতীতে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতেও দেখা গিয়েছে তাঁকে। তবে এবার অভিনয় ও পরিবারকে সময় দেওয়ার জন্য রাজনীতির আঙিনা থেকে সরে দাড়াচ্ছেন কাঞ্চনা।
কাঞ্চনার এই সিদ্ধান্তের বিষয়ে টিভি নাইন বাংলার তরফে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, শুধু বিজেপিই নয়, আপাতত রাজনীতি থেকেই বিরতি নিলেন তিনি। আর এই সিদ্ধান্ত যে একদিনের নয়, সেই কথাও এদিন বুঝিয়ে দেন তিনি। বললেন, ‘সকালে চট করে সিদ্ধান্ত নিলাম ছাড়ব, পরের দিনই ছেড়ে দিলাম… এমন তো হয় না। যে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগেই সেই অনুযায়ী কাজ করতে হয়।’
রাজনীতির আঙিনায় কাঞ্চনার প্রথম দল বলতে বিজেপিই। এখন বিজেপি থেকে বিদায় নেওয়ার পর কি তৃণমূলে যাওয়ার কোনও চিন্তা ভাবনা রয়েছে কাঞ্চনার? যদিও অভিনেত্রী হেসে উড়িয়ে দেন বিষয়টি। বললেন, ‘আগামী দিনে কী হবে, আমি নিজেও জানি না। কাল আমি কী করব, আমি নিজেও জানি না। আমি কোনওদিন ভাবিনি আমি রাজনীতি করব। তবুও আমি মাঠে নেমে রাজনীতি করেছি। আমি নেত্রীদের মতো বা সেলেব্রিটিদের মতো করে নয়, কর্মীদের মতো করে রাজনীতি করেছি। আগামী দিনে কী করব, এখনও ভাবিনি।’